Powered By Blogger

Saturday, May 21, 2022

প্রবন্ধঃ কি করতে পারি?

আমরা সাধারণ সৎসঙ্গীরা কি করতে পারি?

আমরা সাধারণ সৎসঙ্গীরা অনেক কিছুই করতে পারি।

ঠাকুরের দীক্ষিত বহু প্রথিতযশা ব্যক্তিত্ব আছেন কলকাতার বুকে। তারা ইচ্ছে করলেই শীর্ষেন্দুবাবুকে আমার লেখা খোলা চিঠির বিষয় নিয়ে অনেক কিছু করতে পারেন; অন্ততঃ চেষ্টা করতে পারেন। ব্যক্তিগত কিম্বা সমষ্টিগত উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমির কাছে ঠাকুরের সমগ্র কিম্বা যে কোনও গ্রন্থ নিয়ে প্রস্তাব পেশ করতে পারেন। পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে এবং স্কুল কলেজে ঠাকুরের সাহিত্য পাঠের বিষয় অন্তর্ভুক্ত করার আবেদন জানাতে। শুনেছি পার্শ্ববর্তী রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হওয়া সত্বেও সেখানে স্কুলে মাধ্যমিকে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের মহান জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই ভারতে তা হয়নি। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেই আবেদন পাঠাতে পারেন সৎসঙ্গ সমাজের এলিট সৎসঙ্গীরা।

কিন্তু প্রথিতযশা ব্যক্তিরা তারা সব নিজের নিজের কর্মজগতে ব্যস্ত। প্রফেশনাল কর্মজগতে তারা এত ব্যস্ত সময় বের ক'রে উঠতে পারেন না। কর্মজগত শেষে তারা আসে বুকে সাইনবোর্ড ঝুলিয়ে অবসর জীবন তাত্ত্বিক আমেজে ডুবে থেকে ঠাকুর রস পান করার জন্য আর বিভিন্ন জায়গায় বক্তা হওয়ার জন্য। ভক্ত কেউ হ'তে আসিনি আমরা। আমি আপনি আমরা সাধারণ দীক্ষিত মানুষও তাই। কেউই সাধু ন'ই; সব আমরা সাজা সাধু।

আমরা আম সৎসঙ্গীরা নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমির কর্তাব্যক্তি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মনের কথা, হৃদয়ের ব্যথা পৌঁছে দিতে পারি। এটুকু করতে তো পারি। পারি না?

আমরা সাধারণ সৎসঙ্গীরা ফেসবুকের মত স্ট্রং মিডিয়ার সুযোগ নিতে পারি, মিডিয়ার মধ্যে দিয়ে পরস্পরের মধ্যে শীর্ষেন্দুবাবুকে লেখা চিঠির মহতী বিষয় নিয়ে নির্দোষ আলাপ আলোচনা করতে পারি, শেয়ার ক'রে নিজেরা জনমত তৈরি করতে পারি, জনমানসের মনে প্রশ্ন তুলে দিতে পারি, শীর্ষেন্দুবাবুর মাধ্যমে বাংলা সাহিত্য একাডেমির কর্তাব্যক্তিদের কাছে জোরালো আবেদন পৌঁছে দিতে পারি, সরকারী প্রশাসনিক স্তরে দরজা নক করতে পারি, পারি আরও অনেক কিছু করতে। কিন্তু করি না। কি করি?

যেটা করি বা করতে পারি বা ক'রে চলেছি তা হ'লোঃ

ফেসবুকে কথার ফুলঝুরি ছিটিয়ে চলেছি আর কেউ বা নিজেদের মধ্যে শুধু হাই হ্যালো জয়গুরু করছি। আর, সুযোগ পেলে সৎসঙ্গীর উল্টো অসৎসঙ্গীর চরিত্রে অভিনয় করছি। পারি ভাবের ঘুঘু হ'য়ে মহান ভক্ত সেজে তাত্ত্বিক আমেজে মগ্ন হ'য়ে থাকতে। ব্যস মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।

যাই হ'ক, এই লেখার মধ্যে দিয়ে দয়ালের কাছে প্রার্থনা হৃদয়ের এই অকপট অকৃত্রিম আন্তরিক আবেদন অন্ততঃ যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যায়। -------প্রবি।

No comments:

Post a Comment