এই যাচ্ছো কোথায়? ঐদিকে।
ঐদিকে কোথায়? জংগলে।
ওই দিকে তো গভীর জঙ্গল,
ঘোর অন্ধকার, হিংস্র জন্তুর আবাস;
শয়তান কিল্বিসের নিবাস।
তো, জংগলে কি আছে!? কেন যাচ্ছো?
মঙ্গল। মঙ্গল আছে।
মঙ্গল আছে?
কি পাগলের মতো বকছো আজকাল
আর আবোল তাবোল আঁকছ!?
হ্যাঁ আছে। মঙ্গল আছে।
আর আমি না, তুমি পাগল।
পাগলাখানায় থাকে না পাগল
থাকে জনারণ্যে জনতার মাঝে।
পাগলাগারদে যে আছে আঁধারে
সে ভালো
তুমি আছো বাইরে
আলোর মাঝে; কালো।
কি করতে যাচ্ছো?
মারতে।
মারতে?
কাকে মারতে?
নিজেকে।
নিজেকে?
মারতে মানে মরতে?
না মারতে। যাব্বাবা!
তা মারতে বা মরতে যাই-ই হ'ক
যাচ্ছো কেন?
ঐ ওরা মারবে।
তাই আগেভাগে মারছি নিজেকে।
কে মারবে? কারা মারবে?
নেতারা।
কে নেতা? কোন নেতা?
নেতাদের যারা বানায় নেতা;
সেই নেতা।
আচ্ছা মুশকিল তো!
সে তো জনতা!
নেতাদের নেতা বানায় সে তো জনতা।
আজ যে নেতা সে কাল ছিল জনতা
আর জনতা ছিল নেতা।
আর আজ জনতার রায়ে জিতে
কালকের জনতা আজ হয়েছে নেতা।
তা মারবে কোন নেতা!?
মারবে জননেতা জনতা।।
তাই নিজেকে নিজে মারতে
যাচ্ছে জনতাকে মারতে জনতা।
তা জঙ্গলে যাচ্ছো কেন মারতে?
খোলা ময়দানে প্রকাশ্য রাজপথে
অসুবিধা কোথায় জনতাকে ঘিরতে!?
লজ্জা ভয় কোথায় তাকে মারতে!?
অসুবিধা আছে। তা তুমি বুঝবে না।
লজ্জায় মুখ ঢেকে মারবো নিজেকে
কেউ এ মুখ আর দেখবে না;
হারিয়ে যাবে চিরদিনের মত
গভীর জঙ্গলের গহীন অন্ধকারে
নিশ্চিন্তে নিশ্চিত মঙ্গলের বুকে।
প্রতিবার বাঁচার আশা আর মুক্তির স্বপ্ন নিয়ে
'আমি' জনতাকে কাউকে নেতা
বানাতে
হবে না যেতে আর কোনদিনও
যেতে হবে না আর এ অধমেরে।
প্রবি।
No comments:
Post a Comment