Saturday, April 30, 2022
প্রবন্ধঃ কে বা কারা দায়ী?
ইদানীং ফেসবুকে মাঝেমাঝেই কিছু পোষ্ট দেখি। দেখি কিছু মানুষ দাঁড়িয়ে বা ঠাকুরের সামনে ব'সে আছেন বিশেষ পরিচয় বহন ক'রে। তারা মূল কেন্দ্র বহির্ভূত মন্দির বা কেন্দ্রের পরিচালনায় যুক্ত পরিচালক বর্গ। মনে প্রশ্ন জাগে শ্রীশ্রীঠাকুরের দরবারে ঠাকুর ছাড়া আর কারও গুরুত্ব নেই ব'লে ৫০ বছর ধ'রে এত ঢাক পেটাবার পর সেই বিশেষ গুরুত্ব দিয়ে কাউকে কাউকে বিশেষ মর্যাদা দেওয়াটা কি সেই চালুনি বলে সূচ তোর পিছনে ফুটো কেন প্রবাদের মত হ'য়ে গেল নাকি? যারা ঠাকুরের সহধর্মিণী শ্রীশ্রীবড়মাকে, ঠাকুর আত্মজ পরম ভক্ত এ যুগের হনুমান পরম পূজ্যপাদ শ্রীশ্রীবড়দাকে মানতে পারলেন না, পারলেন না মান্যতা দিতে তার পরিবারের পূজনীয় সদস্যদের তারা প্রায় সময়ই দেখি তাদের সংঠনের পদাধিকারী কর্তাব্যক্তিদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে ফলাও ক'রে তুলে ধরেন! কেন? কেন তাদের এত বড় ক'রে দেখাবার প্রয়োজন হ'য়ে পড়লো? সৎসঙ্গ জগতকে এরা পথ দেখাবে!?!?!? তারা The greatest phenomenon of the world অবতারী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ জগতের মতো বিশ্বব্যাপী being & becoming with environment--এর বিশাল প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন? যারা আগামীদিনে এক একটা মন্দির এক একজনের মুঠোয় রাখবার কারীগর তারা দেবেন নেতৃত্ব!? যারা মাতাল হাতীর মত ভাঙার নেশায় এমন মত্ত ছিল যে পরমপিতার পরম আদরের বড় খোকা পরমপিতার পরম ভক্ত এ যুগের হনুমান সৎসঙ্গ জগতের সবার চোখের মণি পরম ভালোবাসার ধন সবার প্রাণের বড়দাকে হেয় করতে, বুকের ওপর অপমান অশ্রদ্ধার রোলার চালাতে দু'বার ভাবেনি তারা হবেন সৎসঙ্গ জগতের নেতা, পূজনীয় ব্যক্তিত্ব!? এই তারাই দেবে আগামী ভয়ংকর পৃথিবীর অত্যাশ্চর্য প্রজন্মকে নেতৃত্ব, দেখাবে বাচা বাড়ার নিখুঁত পথ!!!!!! এরা কি সেই খ্রিস্টান, মুসলমান ও বৌদ্ধদের ক্যাথলিক, প্রোটেস্টেন্ট, আহমদিয়া, শিয়া, সুন্নী, হীনযান, মহাযান ইত্যাদিদের মত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গেও আগামী সঙ্ঘাতের বীজ বপন করলো না!? তুলে দিল না সর্বনাশের চাবিকাঠি আগামী ভক্তরূপী শয়তান কিলবিসদের হাতে!? শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের কপালে ছিল এই ভাঙনের লিখন!? তার কপালেও এই নানা গ্রুপের উত্থান ছিল!?!? আগামী পৃথিবীতে কি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জগতেও ক্যাথলিক-প্রোটেষ্ট্যান্ট, শিয়া-সুন্নী ইত্যাদির মতো সংঘাত অনিবার্য!? এই শ্রীশ্রীবড়দাকে 'না মানা' ও আচার্য প্রথা ও পরম্পরা তও্বকে অস্বীকার করার মানসিকতাকে হাতিয়ার ক'রে মূল কেন্দ্রকে অস্বীকার করা, সাধারণ সৎসঙ্গীদের বিভ্রান্ত ক'রে যার তার হাতে এক একটা কেন্দ্র গড়ে তুলে ক্ষমতা তুলে দেওয়া বা নেওয়া কতটা যুক্তিযুক্ত? কতটা ঠিক বা ন্যায্য আগামী ভয়ংকর বিপর্যয়কে আহবান করা? এর জন্য দায়ী কে বা কারা?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment