Tuesday, April 26, 2022
দাও গো আমায়............
"দাও গো প্রভু আমায় রাজা করি!
আর কাঙাল হ'য়ে থাকতে নারি
দাও গো আমায় রাজা করি।"
মূর্তি পূজায় জীবন গেল জীবননাথে চিনতে নারি
জীবন নাথই যে জগন্নাথ বারেবারে আসেন ফিরি!
দাও গো প্রভু এবার রাজা করি
চরণতলে মরতে পারি
দাও গো দয়াল তোমার চলন দয়া করি।
"জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে ধরতে গেলি
জীবননাথই যে জগন্নাথ অহংকারে দেখতে না পেলি!"
দাও গো প্রভু এবার রাজা করি
জনম জনম চিনতে পারি
দাও গো দয়াল মেধা নাড়ি!
শিকড় বাকল তাবিজ মাদুলী লালনীল সুতোর বাঁধন দিলি!
আংটি পাথর আর তুকতাক ঝাড়ফুঁকে
জীবনটারে বরবাদ দিলি!
দাও গো আমায় দয়াল রাজা করি।
তোমার পথে চলতে পারি
দাও গো আমায় রাজা করি।
মায়ের পূজায় পূজার নামে সন্তানেরে মার দিলি বলি
ধর্মের নামে অধর্ম ক'রে অনেক বড় ধার্মিক হ'লি!
দাও গো আমায় প্রভু রাজা করি।
ধর্ম কি তাই বুঝতে পারি
দাও গো আমায় রাজা করি।
পূজার নামে পূজারী তুমি ধর্ম-ঈশ্বর করেছো বাজারী!
ফুল-বেলপাতা আর সিঁদুর-ধূপ-চন্দনে লেগেছে যে মহামারী!
দাও গো দয়াল আমায় রাজা করি!
পূজার অর্থ বুঝতে পারি
দাও গো আমায় তুমি রাজা করি।
চলনহারা চরণ পূজা ক'রে গেলাম জীবন ভরি!
এবার চরণ পূজা ছেড়ে দিয়ে চলবো আমি তোমার চলন ধরি।
দাও গো আমায় প্রভু রাজা করি!
চলন পূজায় হবো মাতাল আমি
দাও গো আমায় রাজা করি!
...............প্রবি।
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment