Powered By Blogger

Saturday, April 30, 2022

কবিতাঃ এসো ধরো হাত!

বন্ধু! যাবে নাকি আমার সঙ্গে
মন ভালো হ'য়ে যাওয়ার দেশে?
যাবে নাকি অশান্ত হৃদয়
শান্ত হয় যেখানে সেই স্বপ্নপূরীতে?
বন্ধু! পথ হারিয়ে ক্লান্ত শরীর
হতাশা অবসাদে ডুবে যেতে যেতে
যেখানে আবার ভেসে ওঠে
জীবন পায় স্নিগ্ধ শীতল ভোরের ঘ্রাণ
সেই ঘরে যাবে নাকি বন্ধু?
যাবে নাকি বুক ভরা পবিত্র বাতাস নিতে?
সেই পথের ঠিকানা আমি জানি,
জানি আমি সেই ঘরের সন্ধান
যে ঘরে আছেন বসে
পৃথিবীর সবচেয়ে সুন্দর মিষ্টি মানুষটি
এক গাল মধুর হাসি ছড়িয়ে
আলোময় রূপময় মায়াময়
দেশের গন্ধ গায়ে মেখে
তোমায় দেখবে বলে
আর মনকে দিতে ত্রাণ!
যাবে নাকি বন্ধু সেথায়? পেতে পরিত্রাণ?
বন্ধু! তুমি আমার সাথে একবার চলো
সেই ভালোবাসার নীড়ে!
দেখবে সেথায় ভালো বাসা কারে বলে
আসতে চাইবে না আর ফিরে।
বন্ধু! যদি চাও যেতে সেথায়
নাহয় আমি দেবো পারের কড়ি
নিয়ে যাবো পরম যতনে
তোমার দুটি হাত ধরি।
আর যদি না চাও আসতে ফিরে
সেথা হ'তে আর জাহান্নামের তীরে,
থেকে যেতে চাও সেথা স্বপ্ননীড়ে
দিও পারের কড়ি ফিরায়ে আমায়
ভালোবাসা রূপে দ্বিগুণ করি।-------প্রবি।

No comments:

Post a Comment