Powered By Blogger

Monday, April 11, 2022

ঢলে পড়ছে সূর্য! (১২ এপ্রিল ২০২০)

তুমি কি বেঁচে আছো? 
সত্যি বেঁচে আছো? 
 বাঁচার মত বেঁচে আছো? 
বাঁচার জন্য বেঁচে আছো? 
জ্যান্ত মরা হ'য়ে বেঁচে আছো? 
এক তাল মাংস হ'য়ে বেঁচে আছো? 
পোল্ট্রির মুরগীর মত! ঘেও কুকুরের মত? 
সম্মানের সঙ্গে বেঁচে আছো? 
ইজ্জৎ নিয়ে বেঁচে আছো? 
মাথা উঁচু ক'রে বেঁচে আছো! 
বুক টান টান ক'রে বেঁচে আছো? 
কেন্নর মত বেঁচে নেই তো? 
চোরের মত মাথা নিচু ক'রে বেঁচে নেই তো? 
চোরের মায়ের মত বড় গলা নিয়ে বেঁচে নেই তো? 
ভিজে বেড়ালের মত বেঁচে নেই তো? 
 তুমি কি সত্যি সত্যিই বেঁচে আছো? 
অহংকার নিয়ে বেঁচে আছো? 
অভিমান নিয়ে বেঁচে আছো? 
গুয়ের ডাব্বার মত বুক ভরা হিংসার ডাব্বা নিয়ে বেঁচে আছো? 
মাথায় হাবিজাবি নিয়ে বেঁচে আছো? 
ভয় ও দুর্বলতা নিয়ে বেঁচে নেই তো? 
কলঙ্ক নিয়ে বেঁচে নেই তো? 
অন্যকে কষ্ট দিয়ে বেঁচে নেই তো? 
 তুমি কি আধমরা হ'য়ে বেঁচে আছো? 
লজ্জায় মুখ লুকিয়ে ঘুরে মরছো না তো? 
অপমানে চুপসে গিয়ে মরছো না তো? 
নিজের কাছে নিজে ছোটো হ'য়ে যাচ্ছ না তো দিন দিন? 
জীবন ছোটো, আল্টিমেট শূন্যতা, গভীর শূন্যতা ছাড়া পাওয়ার কিছু নেই! 
তাই এখনও সময় আছে 
মনের পিছনে ছোটা ছেড়ে বিবেকের ডাকে ঘুরে দাঁড়াও! 
যদি অবশ্য বিবেক ব'লে কিছু থাকে! 
হ্যাঁ দাঁড়াও! জীবন সূর্য যে ঢলে পড়ছে পশ্চিমাকাশে বন্ধু! -----------প্রবি।

No comments:

Post a Comment