কবিতা কী?
একটি ফিসফিস।
কিসের ফিসফিস?
দুর্বোধ্যতার নাকি অবদমিত কামুকতার
হিসহিস!?
একটি চীৎকার।
কিসের চীৎকার?
তাত্ত্বিক আমেজে ডুবে থাকার
অম্ল উদ্গার নাকি কাম কামনার শীৎকার!?
ভাবনার ঘোরপাক, ভিতর থেকে বাইরে।
কি সেই ভাবনা যা ঘোরপাক খায়?
ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে চায়?
কি প্রসব করে? অশ্বডিম্ব নাকি সোনার ডিম?
কবিতা কী?
একটি হাসি, একটি দীর্ঘশ্বাস।
কি সেই হাসি? ম্লান নাকি আনন্দ উদ্দাম!?
হতাশা নাকি ব্যর্থতার নিঃশ্বাস?
একটি প্রতিধ্বনি, অতিক্রম ক'রে যায়.........
কি সেই প্রতিধ্বনি?
মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা সঙ্গীত,
তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষের
ইষ্টপ্রতীকে আবির্ভাবের সংকেত?
নাকি মিথ্যে ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে
ইউটোপিয়ার সন্ধানে ঘুরে মরার অনন্তকালের
সেই হাতছানি? যা অতিক্রম ক'রে যায়
মৃত্যুর পর মৃত্যু! মৃত্যুর পর মৃত্যু
অন্তহীন মৃত্যু!
শুধুই মৃত্যুর কালো গহ্বর!
যেখানে জীবনের লেশ মাত্র নেই!!
অতিক্রম ক'রে যায় কি? থামলে কেন?
অতিক্রম শেষে কবিতার গন্তব্য কি?
অশেষ দুঃখ নাকি সুখ?
অনন্ত জীবন নাকি মৃত্যু?
নাকি শুধুই অতিক্রম আর অতিক্রম,
অন্তহীন গন্তব্যহীন অতিক্রম!?
প্রবি।
একটি ফিসফিস।
কিসের ফিসফিস?
দুর্বোধ্যতার নাকি অবদমিত কামুকতার
হিসহিস!?
একটি চীৎকার।
কিসের চীৎকার?
তাত্ত্বিক আমেজে ডুবে থাকার
অম্ল উদ্গার নাকি কাম কামনার শীৎকার!?
ভাবনার ঘোরপাক, ভিতর থেকে বাইরে।
কি সেই ভাবনা যা ঘোরপাক খায়?
ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে চায়?
কি প্রসব করে? অশ্বডিম্ব নাকি সোনার ডিম?
কবিতা কী?
একটি হাসি, একটি দীর্ঘশ্বাস।
কি সেই হাসি? ম্লান নাকি আনন্দ উদ্দাম!?
হতাশা নাকি ব্যর্থতার নিঃশ্বাস?
একটি প্রতিধ্বনি, অতিক্রম ক'রে যায়.........
কি সেই প্রতিধ্বনি?
মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা সঙ্গীত,
তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষের
ইষ্টপ্রতীকে আবির্ভাবের সংকেত?
নাকি মিথ্যে ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে
ইউটোপিয়ার সন্ধানে ঘুরে মরার অনন্তকালের
সেই হাতছানি? যা অতিক্রম ক'রে যায়
মৃত্যুর পর মৃত্যু! মৃত্যুর পর মৃত্যু
অন্তহীন মৃত্যু!
শুধুই মৃত্যুর কালো গহ্বর!
যেখানে জীবনের লেশ মাত্র নেই!!
অতিক্রম ক'রে যায় কি? থামলে কেন?
অতিক্রম শেষে কবিতার গন্তব্য কি?
অশেষ দুঃখ নাকি সুখ?
অনন্ত জীবন নাকি মৃত্যু?
নাকি শুধুই অতিক্রম আর অতিক্রম,
অন্তহীন গন্তব্যহীন অতিক্রম!?
প্রবি।
No comments:
Post a Comment