Powered By Blogger

Monday, March 5, 2018

কkবিতাঃ রেখো মান!!!!


ওঠো! জাগো!! উত্থিত হও সৃষ্টি ও সৃষ্টিকর্তা বিরুদ্ধ 
লেখা, ছবি ইত্যাদির বিরুদ্ধে যা কিছু বিষয় অন্যায্য;
ভুলে যেও না জীবন একটাই, ভুলে যেও না তুমি আর্য!
ওঠো! জাগো! আর থেকো না ঘুমিয়ে; মনে রেখো
সেই আর্য যে পূজে জীবন্ত ঈশ্বর, পূজে না পুতুলে।
অমূর্ত ভগবানে রাখে না আস্থা আর্য, রাখে আস্থা
রক্তমাংসের আদলে। ওঠো! জাগো! বুঝে নাও
কে সে? তুমি আর্য! বহে রক্ত মহান তোমার ধমনীতে।
যে রক্তে ব’য়ে আসে স্বয়ং ঈশ্বর জীবন্ত হ’য়ে ধরণীতে!
ওঠো! জাগো! বলো, তুমি শক্তির তনয়! তুমি ঈশ্বর সন্তান!
আর্যকৃষ্টি তোমার কৃষ্টি, সৃষ্টির মাঝে স্রষ্টার শ্রেষ্ঠ অবদান!
ওঠো! জাগো! হে আর্য! হে ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ সন্তান!
ভুলে গেছো তুমি আর্যস্থান তোমার পিতৃস্থান!?
ওঠো! জাগো! হে আর্য! হে পরমপিতার পুত্র!
আর্যকৃষ্টির যে বা যা আনে ব্যাঘাত হানো আঘাত
খুঁজে নিয়ে সূত্র। ওঠো! জাগো হে আর্য! জাগাও
আর্যজাত! দিক হ’তে দিগন্তে আলো হ’য়ে জ্বলো
আর জ্বালাও প্রদীপ আর্যবাদ। বলো, দ্বারেদ্বারে
ঘুরে ফিরে বারেবারে, রক্তমাংসের আদল নিয়ে
এসেছেন ঈশ্বর স্বয়ং ধরাতলে বারবার আটবার!
রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু হ’য়ে মহম্মদ, চৈতন্য আর রামকৃষ্ণ
বেশে; অবশেষে হ’য়ে অনুকূল অবতার! অনুকূল রূপে
এসেছেন ধরায় করিতে বশ নয় বধ ছলে, বলে আর কৌশলে!
হে আর্য সন্তান! তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান! বিনতি আমার
রেখো তুমি তাঁর মান এ’ ধরাতলে।
প্রবি।

No comments:

Post a Comment