আজ
যা মনে হয় ঠিক
কাল হয়ে যায় তা ভুল! ভুল! ভুল!
‘পরশু’ আসে চুপিসারে
দিতে পশ্চাতে ভুলের মাসুল।
মাসুলের শূলে দগ্ধ জীবন
দগ্ধ একাল ওকাল পরকাল;
আকাশে বাতাসে পোড়া গন্ধ,
পোড়া, জীবনের সন্ধ্যা সকাল।
জীবন মাঝে ভুলের হলাহল
শূল্য মাংস হ’য়ে ফোটায় হূল;
জীবনের যত ভুল শুধরে নিতে
আছে না-কি কোথাও কোনও স্কুল?
চারিদিকে যত যত্রতত্র
আছে আদর্শ স্কুল বিদ্যালয়;
বেচারাম করে সেথা
শিক্ষা বেচা কেনা
টাকার দাঁড়িপাল্লায় বসিয়ে কিশলয়।
কলেজ বিশ্ববিদ্যালয়ে ভুলের বেসাতি
করে পোঙ্গা পন্ডিতের দল;
আদর্শহীন জীবন সেথা
আদর্শের চোঙা ফুঁকে
করে ভুলের উৎকট কোলাহল।
সেথা হ’তে আসে বেরিয়ে
যমের দালাল কিন্তু নেতা
দেশ ও দশের উদ্ধারে
হয় সে মুক্তি যজ্ঞের হোতা।
এমনিভাবেই ভুলের বিষে
হয়ে আছে নীল বিশ্ব ভুবন
হে নীলকণ্ঠ! এসো ত্বরা করি
বাঁচাতে ও বাড়াতে তোমার সৃষ্ট
জনজীবন, করি বিষ গলাধঃকরণ।।
‘পরশু’ আসে চুপিসারে
দিতে পশ্চাতে ভুলের মাসুল।
মাসুলের শূলে দগ্ধ জীবন
দগ্ধ একাল ওকাল পরকাল;
আকাশে বাতাসে পোড়া গন্ধ,
পোড়া, জীবনের সন্ধ্যা সকাল।
জীবন মাঝে ভুলের হলাহল
শূল্য মাংস হ’য়ে ফোটায় হূল;
জীবনের যত ভুল শুধরে নিতে
আছে না-কি কোথাও কোনও স্কুল?
চারিদিকে যত যত্রতত্র
আছে আদর্শ স্কুল বিদ্যালয়;
বেচারাম করে সেথা
শিক্ষা বেচা কেনা
টাকার দাঁড়িপাল্লায় বসিয়ে কিশলয়।
কলেজ বিশ্ববিদ্যালয়ে ভুলের বেসাতি
করে পোঙ্গা পন্ডিতের দল;
আদর্শহীন জীবন সেথা
আদর্শের চোঙা ফুঁকে
করে ভুলের উৎকট কোলাহল।
সেথা হ’তে আসে বেরিয়ে
যমের দালাল কিন্তু নেতা
দেশ ও দশের উদ্ধারে
হয় সে মুক্তি যজ্ঞের হোতা।
এমনিভাবেই ভুলের বিষে
হয়ে আছে নীল বিশ্ব ভুবন
হে নীলকণ্ঠ! এসো ত্বরা করি
বাঁচাতে ও বাড়াতে তোমার সৃষ্ট
জনজীবন, করি বিষ গলাধঃকরণ।।
No comments:
Post a Comment