আমি বাঙালি, তুমি বাঙালি, দুজনে কত কাছাকাছি।
তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি!
বাংলা আমার প্রাণ, বাংলা আমার গান,
হে বন্ধু! বাংলা গানে পরাণ আমার জাগালি।
এখানে নেই হিন্দু, নেই মুসলমান, নেই বৌদ্ধ, খ্রিস্টান
আছে শুধু বাঙালি তুমি আমি এক মন এক প্রাণ।
জাগো জাগো বাঙালি জাগো, জাগো অখন্ড বাংলা
তোমার বন্ধু আমারও বন্ধু, এ-কথা বন্ধু রেখো মনে
বঙ্গবন্ধু নয়তো সে কারও একেলা।-----প্রবি।
No comments:
Post a Comment