Powered By Blogger

Thursday, April 14, 2016

কবিতাঃ ক্ষমতার চেয়ার !



বাম, ডান আজ আর আলাদা কোনো অস্তিত্ব নয়, ‘ক্ষমতানামক শরীরের দুই অঙ্গ, দুই হাত। এতদিন পর দেরীতে হলেও সত্য প্রকাশ হল। সত্য স্বীকারোক্তি সময়ের অপেক্ষা মাত্র। বাম ডান তত্ত্ব ক্ষমতা দখলের লক্ষ্যে মানুষকে বিভ্রান্ত করার দলীয় প্রক্রিয়া মাত্র। যুগ যুগ ধরে তত্ত্বের অজুহাতে ক্ষমতা দখলের গিলোটিনে মানুষকে হতে হয়েছে বলি। জনতার দরবারে উদারতার ভঙ্গি নিয়ে বাম ডান একে অপরকে হেয় করে দেখাতে চেয়েছে ছোটো বড়র নির্লজ্জ বাহাদুরি। উন্নত সমাজ গঠনের জন্য ফর্মুলা অর্থাৎ সমাজ ব্যবস্থার সর্বোচ্চ উন্নত তত্ত্বের একমাত্র তারাই অধিকারী বাম ও ডান উভয়ে এই দাবী করে থাকে। আবার এদের মধ্যেই অনেক ভাগ। ছোটখাটো ভাগ গুলি ক্ষমতা নামক ছাগলের তিন নম্বর বাচ্চার মত ক্ষমতা নিঃসারক বাটের দুদিকে ঘুরে মরে। আর চার অক্ষর জনগণ ডান-বামের ঘোড়েল তত্ত্বের কচকচানি বোঝে না। হাওয়া মোরগের মত এদের পিছনে ঘুরতে থাকে অনবরত। যেখানে ক্ষমতা লাভের গন্ধের লেশমাত্র নেই, সম্ভাবনা শূন্য সেখানেই এরা অর্থাৎ সুযোগ সন্ধানীরা, ক্ষমতা লোভীরা সমাজের বৃহত্তর স্বার্থ দেখিয়ে চরম উদারপন্থী হয়ে যায়, ডান-বাম, উচু-নীচু, ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সমস্ত স্তরের মানুষের জোটের প্রয়োজনীয়তা চোখের সামনে তখন ভেসে ওঠে; শরীরে, মনে, আত্মায় আপাদমস্তক তত্ত্ব কথার কঠিন বর্মকে দূরে সরিয়ে, রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে, লাজলজ্জাকে শিকেয় তুলে রেখে ডান, বাম হাতের সঙ্গে রাজ্য বাঁচাবার, বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করবার নামে সবচেয়ে শক্তিশালী হাত অজুহাতকে মূলধন করে মিঠে তামাকের সুগন্ধের মত তাত্ত্বিক আমেজে ভরপুর হয়ে বাচ্চা ভুলাবার মত কথার ফুলঝুরি ছুটিয়ে মানুষকে আবার বারবার মুর্গা বানিয়ে ক্ষমতার দখল নিতে চায়। আর আম আদমি ‘Don’t estimate the power of common man’ –এর সুড়সুড়িতে নিজের কুড়ি ইঞ্চি বুককে ৪০ ইঞ্চি বুক মনে করে উট পাখির মত মাথা উঁচিয়ে হাঁটতে থাকে রাজ্য জয়ের ভঙ্গিতে নিজেকে আলেকজান্ডার মনে করে। আর ক্ষমতা যার ঝোলাতে ঢোকার চুপিসারে গিয়ে ঢূকে পড়ে। পুনঃ মূষিক ভব’-র শিকার হয়ে আবার রুপকথার রাজকন্যার মত রুপোর কাঠির ছোঁয়ায় গভীর নিদ্রায় ঢলে পড়ে আমার মত চার অক্ষর আম আদমি আগামী কোনো এক সমাজ কো বদল ডালোতত্ত্বের ফেরিওয়ালারুপী রাজপুত্রের হাতের সোনার কাঠির ছোঁয়ায় জেগে উঠবে বলে! সমাজ কো বদল ডালো তত্ত্বের ফেরিওয়ালারা গুনগুন করে গান গেয়ে বেড়ায়-------

ক্ষমতাআমার ধ্যান, ‘ক্ষমতাআমার জ্ঞান
ক্ষমতালাভই আমার জীবনের যাকিছু;
সেথা নেই জেনো বিবেক, নেই কোনো আবেগ
নেই কোনো ভালো-মন্দ, চিন্তা-ভাবনার আগুপিছু।
ক্ষমতাদখলে জেনো আমার নেই কোনো মায়া-মমতা
নেই নীতি, নেই রীতি, সেথা নেই কোনো ভব্যতা-সভ্যতা।
পেতে ক্ষমতার চেয়ার আমি করি না কেয়ার আম জনতার;
মোল্লার দৌড় যেমন মসজিদ তেমনি জানা আছে দৌড়
লড়াই-এর ময়দানের চার অক্ষর আম জনতার ক্ষমতার।
জনতার প্রতি নেই মমতা, নেই পিরিতের কোনো বাড়াবাড়ি
হে জনতা তোমার ক্ষমতা শুধু আমার ক্ষমতালাভের সিঁড়ি।
ক্ষমতাআমার হয়ে রম্ভা, হয়ে উর্ব্বশী ত্রি-নয়ন মাঝে
নাচে দুলিয়ে সুডৌল, কাঁপিয়ে গোল গোল অনাবৃত সাজে!
তাদেখে মগ্ন, হয়ে নগ্ন, নেশাগ্রস্থ আমি
নাচি তিড়িং-ভিড়িং, নাচি তা-ধিনা-ধিনধিন
আমি ক্ষমতালোভী লাজলজ্জাহীন।

No comments:

Post a Comment