Powered By Blogger

Thursday, April 14, 2016

কবিতাঃ শ্রীময়ীর প্রতি।



তুমি অকিঞ্চন!
স্নেহের আব্দার আর প্রশ্রয়ের প্রচ্ছন্ন ছায়া
তোমার চিরসঙ্গী। এ ছাড়া আর কিছুই
নেই তোমারজীবন যৌবন জুড়ে
বেঁচে থাকা ও বেড়ে ওঠার
এই তোমার একমাত্র আধার!
ভালোবাসা তোমাকে করে রাখে ঋণী।
মেটাতে সে ঋণ নেই কোনো সম্পদ তোমার;তুমি নিঃস্বতুমি রিক্তদারিদ্রতাই তোমার সাথী
এ কথা আমি মানি।
তাই আমি বলি,এর ভিতর দিয়ে
তোমার জ্যোৎস্নালোকিত অন্তরাকাশ
সবার অন্তরের গ্লানিকে আলোক-মার্জ্জনায়
মার্জ্জিত করে তুলুক------
তাঁকে কেন্দ্র করে,আর্য্য-উৎসর্জ্জনায়;স্বাগত হক নতুন বছর এমনিভাবেই।
এমনতর যদি না হয়
তবে তোমার বাঁচাও হল না,বেড়ে ওঠাও হল না।




No comments:

Post a Comment