তুমি দাঁড়িয়ে আছো
সামনে আমার
মাঝে আনন্দের অবিরল উত্তাপ
প্রেমের গঙ্গায় ভরা জোয়ার
চোখের আঁচলে শত দিবাকর করে ঝলমল
দিতে পারি অজস্র আলো উপহার......
নদীবাঁকে উঁকি মারে মায়াময়, রুপময়, আলোময় প্রভাত
হেসে ওঠে কলকল কচি কচি সবুজের প্রাণ
বেহুলার ঠোঁটে বাঁচার চেনা উচ্ছ্বাস।
কে আছো, কোথায়? ছুটে এসো, চলে এসো
জীবন খুঁজে পাবি হেথায়, মিটবে সব তিয়াস।
মাঝে আনন্দের অবিরল উত্তাপ
প্রেমের গঙ্গায় ভরা জোয়ার
চোখের আঁচলে শত দিবাকর করে ঝলমল
দিতে পারি অজস্র আলো উপহার......
নদীবাঁকে উঁকি মারে মায়াময়, রুপময়, আলোময় প্রভাত
হেসে ওঠে কলকল কচি কচি সবুজের প্রাণ
বেহুলার ঠোঁটে বাঁচার চেনা উচ্ছ্বাস।
কে আছো, কোথায়? ছুটে এসো, চলে এসো
জীবন খুঁজে পাবি হেথায়, মিটবে সব তিয়াস।
No comments:
Post a Comment