Powered By Blogger

Thursday, April 14, 2016

কবিতাঃ মিটবে তিয়াস।





তুমি দাঁড়িয়ে আছো সামনে আমার
মাঝে আনন্দের অবিরল উত্তাপ
প্রেমের গঙ্গায় ভরা জোয়ার
চোখের আঁচলে শত দিবাকর করে ঝলমল
দিতে পারি অজস্র আলো উপহার......
নদীবাঁকে উঁকি মারে মায়াময়রুপময়আলোময় প্রভাত
হেসে ওঠে কলকল কচি কচি সবুজের প্রাণ
বেহুলার ঠোঁটে বাঁচার চেনা উচ্ছ্বাস।
কে আছোকোথায়ছুটে এসোচলে এসো
জীবন খুঁজে পাবি হেথায়মিটবে সব তিয়াস।

No comments:

Post a Comment