Powered By Blogger

Thursday, April 14, 2016

কবিতাঃ আয় ছুটে আয়-----





আয় ছুটে আয়.........

অস্তাচলে যায় যে চলে
জীবন সুর্য পলেপলে;
ডাক দিয়ে যাই তাই যাবার বেলা
আয় ছুটে আয় করি ত্বরা
ভাসিয়ে দিয়ে তোর জীবন ভেলা।

ঐ মহাজীবন মাঝে যাবো মিশে
মিটিয়ে দিয়ে সব এক নিমেষে
গোঁজামিলে যত আছে ভরে
জীবন মাঝে থরে থরে
বৃত্তি স্বার্থের নগ্ন খেলা।
আয় ছুটে আয় আয়রে তোরা
হয়ে মত্ত পাগলপারা।

নিথর মাঝে ঢেউ উঠেছে
মরা গাঙ্গে বান ডেকেছে
মুখ ফিরিয়ে দেখ চেয়ে ওই
পরাণ বন্ধু বলছে ডেকে_____
শোন, ওরে শোন আমার যত জ্যান্তমরা
সাঙ্গ করে বন্ধ্যা খেলা
আয় ছুটে আয় আয়রে সবাই
এই মিলন মেলায় এই বেলা।

এই মিলন মেলায় জীবনআছে
তোর জীবন খেয়ার মাঝি সে যে।
জীবনমাঝে যদি যায় জীবন মিশে
ছিন্ন হবে যত মোহের খেলা।
আয় ছুটে আয় আয়রে আমার
ভাই বোনেরা এই বেলা।

জীবন মাঝে জীবনপেয়ে
তাঁর রামধনু রঙ গায়ে মেখে
সেথায় আনন্দধারা খুঁজে নিবি
আয় ছুট্টে আয়, আয়রে সবাই
হেথায় জীবন খুঁজে পাবি।



No comments:

Post a Comment