নির্বাচন না-কি নির্বাসন? নির্বাচন নির্বাপন!
ভোট শেষ, ভেট শেষ; নেই কিছু অবশেষ।
কি সাথী, কি জনগণ আর নয় কেউ আপন!
কোথা তুমি সেদিনের সাথী? আজ হেঁজিপেঁজি!
যে ছিল আপন যখন ছিল নির্বাচন হ’ল পর।
সেদিন দূরে বসে ‘রাজা’ দাদা দেখছিল মজা
নির্বাচনে কি হয়, কি হয়! ভোট যুদ্ধ শেষে
দাদা অবশেষে সাথে নিয়ে চ্যালা ‘গজা’,
হাতে ধ’রে জয়ী ধ্বজা ‘আর নাই নাই ভয়,
হবেই হবে জয়’ গান গেয়ে দোঁহে হ’ল তৎপর!
নির্বাচন শেষে জয়মাল্য হাতে গুদগুদি হেসে
‘রাজা’ সাথে নেতা ভীষণ ব্যস্ত হেথাসেথা----
'আয়রে আয়, জলদি আয়, আয় আয়
জলদি আয়, মন্ডা মিঠাই আয় আয়'
স্বপ্নিল চোখে তারা করে আচমন।
কোথায় সেদিনের জন আর হায় কোথায় জনগণ!
নির্বাচন শেষে আকাশে বাতাসে
শুধু দু’টি শব্দ ভাসে-----
নির্বাসন নির্বাপণ, নির্বাপণ আর নির্বাসন!
এর থেকে নয় বেশী কিছু আর
এ জেনো নববর্ষের অঙ্গীকার!
ভোটের কথা অমৃত সমান
প্রকাশক বলে শুন, দিয়া মনঃপ্রাণ!
কি সাথী, কি জনগণ আর নয় কেউ আপন!
কোথা তুমি সেদিনের সাথী? আজ হেঁজিপেঁজি!
যে ছিল আপন যখন ছিল নির্বাচন হ’ল পর।
সেদিন দূরে বসে ‘রাজা’ দাদা দেখছিল মজা
নির্বাচনে কি হয়, কি হয়! ভোট যুদ্ধ শেষে
দাদা অবশেষে সাথে নিয়ে চ্যালা ‘গজা’,
হাতে ধ’রে জয়ী ধ্বজা ‘আর নাই নাই ভয়,
হবেই হবে জয়’ গান গেয়ে দোঁহে হ’ল তৎপর!
নির্বাচন শেষে জয়মাল্য হাতে গুদগুদি হেসে
‘রাজা’ সাথে নেতা ভীষণ ব্যস্ত হেথাসেথা----
'আয়রে আয়, জলদি আয়, আয় আয়
জলদি আয়, মন্ডা মিঠাই আয় আয়'
স্বপ্নিল চোখে তারা করে আচমন।
কোথায় সেদিনের জন আর হায় কোথায় জনগণ!
নির্বাচন শেষে আকাশে বাতাসে
শুধু দু’টি শব্দ ভাসে-----
নির্বাসন নির্বাপণ, নির্বাপণ আর নির্বাসন!
এর থেকে নয় বেশী কিছু আর
এ জেনো নববর্ষের অঙ্গীকার!
ভোটের কথা অমৃত সমান
প্রকাশক বলে শুন, দিয়া মনঃপ্রাণ!
No comments:
Post a Comment