Powered By Blogger

Saturday, May 9, 2015

কবীর সুমনের প্রতি।



দেশ ভেঙ্গে ভেঙ্গে না-হয় দুখান করেছো
হিন্দু মুসলমানে,
দুই থেকে যে দেশ তিন হয়েছে
বলতে পারো কিসের প্রতিদানে?
ঈশ্বর, আল্লা কখনো বা গড
ঐ জল বা পানির মত
ভুগোল ভেদে শব্দ ভেদ
সে তো অলীক নয়, সহজাত!
মানামানির নেইকো কিছু
এ তো শব্দ গঙ্গার ঢেউ!
স্বভাবগত যা সহজাত
তাই ধার ধারেনা কেউ।
পাকস্থলির চিন্তায় বিভোর, ত্রস্ত সদা তুমি
সেথায় নেইকো ইসলাম, নেইকো হিন্দু,
নেইকো কোনো সম্প্রদায়,
পেটভরে দুবেলা শুধু রহিম-পরাণ
চায় গো খেতে, এ কথা সত্যি!
সত্যি বন্ধু! সাবাশি জানাই তোমায়।
তেমনি সত্তা মাঝে যেথায় আত্মা বিরাজ করে
সেথায় কোথায় ইসলাম, কোথায় হিন্দু?
কোথায় বৌদ্ধ আর খ্রীষ্টান?
আত্মায় যাহা ঈশ্বর, তাহাই আল্লা
তাহাই মহামহিম গডমহান!
পরমাত্মার খোঁজে আত্মা ব্যস্ত জেনো সদা।
মাথা ঠুকে মরে হেথায় কেন আত্মারাম হাঁদা!?
তাই প্রশ্ন জাগে মনে! বলতে পারো দাদা
কিসের টানে আত্মাথেকে
মুখ ফিরিয়ে সত্তা ঘুরে মরে
এ ধর্ম ছেড়ে সে ধর্মে
ধর্ম তো নয় সম্প্রদায়ে হয়ে ম্রিয়মান!?

প্রকাশ বিশ্বাস।

No comments:

Post a Comment