Powered By Blogger

Wednesday, April 29, 2015

কবিতাঃ এইতো আমার চাওয়া!!!!!!!

জীবন মানেই মৃত্যু, আজ নয়তো কাল।
কিন্তু মৃত্যু মানেই কি জীবন? জীবনানন্দের মত   
আবার ফিরে আসা? ধানসিঁড়িটির তীরে
কিম্বা কাঁঠাল গাছে ঘেরা, লেবুর গন্ধে ভরা
আমার ছোট্ট স্বপ্ননীড়ে? কিম্বা অন্য কোথাও ?
মৃত্যুর পরেও মানুষের বুকের ভেতরে,
স্বপ্ন রঙ্গীন মনের কোণে আর ঢেউ তোলে
জীবন উথাল পাতাল চেতনার গভীরে।
সেও তো জীবন! সেও বেঁচে থাকা !
মৃত্যুর পরে আবার ফিরে আসা!
অনন্তকাল সৃষ্টি মাঝে অমর হয়ে বাঁচা!
কিন্তু এই আমার আমি অন্য কোনও রূপে,
অন্য কোনও বেশে আবার আসিব ফিরে
জীর্ণ শরীর ছেড়ে স্নিগ্ধ হয়ে পরম স্নেহে
আমার আঁচল ঘেরা মায়ের কোলে
এই বাংলায়, এই দেশে।  
এই-ই তো আমার চাওয়া!
জীবন খুঁজে পাবো হেথায়,
জরা মৃত্যু নাইকো সেথায়!
পরম পুরুষ ডাকছে আমায়, বলছে হেঁকে, 
দুঃখ কষ্ট জ্বালা ক্ষত, জীবন জুড়ে আছে যত   
আমার জীবনটারে ছাঁকনি ক’রে নাও ছেঁকে!  
বিপাক পথে না হারিয়ে ব্যস্ত থেকেও হাজার কাজে
জীবন সবাই নাও খুঁজে এই জীবন মাঝে!
এই-ই তো আমার পাওয়া।
এই জীবনে এই তো আমার চাওয়া।
*********************************

No comments:

Post a Comment