আছে দুঃখ, আছে সুখ, মিলেমিশে রেখে হাত হাতে।
প্রাণ পাখি তাই গান
গেয়ে যায় সুর তোলে প্রাণে প্রাণে
রাধা রাধা নাম গেয়ে অবিরাম স্বামীর পরাণ মাতে।।
ফুল ফোটে, ঝরে ফুল, ওঠে ঢেউ-এর পরে ঢেউ,
প্রাণ জাগে, প্রাণ ঘুমায় তবু অন্তহীন প্রাণের ফেউ!
প্রাণময় প্রেমময় করে খেলা সারাবেলা হৃদয়ে চিরদিন
জীবন খুঁজে পাবে সেথায় যদি তাই পেতে চাও কেউ।।
শুরু আছে, আছে শেষ, মাঝে শোক তাপ জ্বালা
দ্বেষ,
যায় দিন, থাকে রাত, জীবন জুড়ে শুধু অন্ধকারের রেশ!
বুক ভরা মধু, প্রেম ভরা প্রাণ, ভাল বাসায় আছে ভালবাসার গান
সেই ভাল বাসা জেনো পরমেশ!
খুঁজে পেতে হবে শেষমেশ।।
No comments:
Post a Comment