Powered By Blogger

Saturday, March 1, 2014

ছবি তো নয়.........


উফ! দুর্দান্ত!!!!!! আরামে চোখ বুঝে এলো!! আর মন বলল, জীবন যদি হত এমন রঙ্গিন !!!!!!! বিবেক বলল, জীবন এমনই রঙ্গিন, শুধু খুঁজে নিতে হয়। জীবন বলল, আনন্দধারা বহিছে ভুবনে! গাছে গাছে, পাতায় পাতায়, বনে বনে!! হৃদয় বলল, হৃদয় মাঝে মেলে দিয়ে আমায়, আঁচল ভরে তুলে নিতে হয় সে আনন্দধারা!!!!!! বিলিয়ে দিতে হয় জনে জনে প্রাণে প্রাণে!!!! জলে স্থলে অন্তরিক্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে সে বেশ!!! আমার আমি বলল, ফিরে এসো, ওগো ধরা দাও! আমার সেই নানা রঙের দিনগুলি!!! মুছে দিয়ে যত ক্লেশ উড়িয়ে হাওয়া ফাল্গুনী!!!!!!!


 

No comments:

Post a Comment