শ্রী ময়ী আলো আলো
জ্বেলে দিয়ে গেল প্রাণে
তার "ও আমার হারিয়ে
যাওয়া প্রেম" কবিতায়। আলোর আলোয় মনশ্চক্ষে
যা ভেসে উঠলো তাই
শব্দ দিয়ে গেঁথে দিলাম
আনাড়ি হাতে এক শব্দমালা
আর সেটা আমার Timeline-এ
Post করলাম আলো আর আলোর
কবিতাকে আলোময় করে ছড়িয়ে
দিতে!
হায় প্রেম! কি ভেবে
হায় হ’য়ে.........
ভোরের নরম রোদ্দুর নোঙ্গর ফেলে দাঁড়ায়
তীব্রতা ছড়িয়ে মাঝগাঙ্গে সারা গায় ভরদুপুর!
দিন শেষে মন্দাকিনী তীরে দাঁড়ায় এসে
বিষন্নতাকে করে সাথী মদিরা প্রেমরোদ্দুর!
ভোরের নরম রোদ্দুর নোঙ্গর ফেলে দাঁড়ায়
তীব্রতা ছড়িয়ে মাঝগাঙ্গে সারা গায় ভরদুপুর!
দিন শেষে মন্দাকিনী তীরে দাঁড়ায় এসে
বিষন্নতাকে করে সাথী মদিরা প্রেমরোদ্দুর!
ভবঘুরে প্রেম সাথে সুবাস
হীন ফুল!
ফুল তো নয় উন্মত্ত সুঠাম যৌবন!
প্রেম তো নয় উদ্দাম দখিনা বাতাস!
নিরুদ্বেগ বিচরণ চৌহদ্দি ডিঙ্গিয়ে
উৎকণ্ঠাকে ক'রে পদদলিত
অবলীলায় অবহেলায়!
ভাঙ্গাগড়াকে ক'রে খেলার সাথী!!
ফুল তো নয় উন্মত্ত সুঠাম যৌবন!
প্রেম তো নয় উদ্দাম দখিনা বাতাস!
নিরুদ্বেগ বিচরণ চৌহদ্দি ডিঙ্গিয়ে
উৎকণ্ঠাকে ক'রে পদদলিত
অবলীলায় অবহেলায়!
ভাঙ্গাগড়াকে ক'রে খেলার সাথী!!
কল্পনার রঙ্গিন জাল জল্পনার অবসানে
মত্ত হয়ে ওঠে! কোনো কোণের ঝড়
পারে না সে মত্তঘুম ভাঙ্গাতে; পারে না
চন্দ্রালোকের জমাট প্রেম শীতলতায়!
মত্ত হয়ে ওঠে! কোনো কোণের ঝড়
পারে না সে মত্তঘুম ভাঙ্গাতে; পারে না
চন্দ্রালোকের জমাট প্রেম শীতলতায়!
প্রেম আসে যায়, নোঙ্গর
ফেলে
জীবন পারাবারে বারবার!
ভেসে যায় সে প্রেম, বৃথা পারাপার!
বৃথা নোঙ্গর হায়!
প্রেমময় বিনা সে প্রেম
কভু কি জীবন পায়?
একবুক রাঙ্গা রোদ সাথে নিয়ে প্রেম এসেছিলো
জীবন পারাবারে বারবার!
ভেসে যায় সে প্রেম, বৃথা পারাপার!
বৃথা নোঙ্গর হায়!
প্রেমময় বিনা সে প্রেম
কভু কি জীবন পায়?
ও আমার হারিয়ে যাওয়া প্রেম!
একবুক রাঙ্গা রোদ সাথে নিয়ে প্রেম এসেছিলো
রাজপথ পার করে তার
বাঁকা পথে হাঁটাহাঁটি
শেষ করেছিলো গোধূলির মেঘ...
একঝাক বুনফুল হাতে নিয়ে যাযাবর
প্রেম
আলপথ ধরে সীমানা পেরিয়েছিল শতাব্দী
শেষে
একরাশ জল্পনা ভরা রঙিন পত্র
বেশে
তারপর ভেঙ্গে গেছে নদী পার বহুবার...
একটু কান্নার অবকাশ যাপনে পশ্চিমে ঝড়
ঘুম ভাঙানো গানে ডানা ঝটপট
বেখেয়াল
জ্যোৎস্নার নিবিড় শীতলতায় ...
তারপর প্রেম আসে যায়
বারবার
ভাঙা গান ভাঙা পথ
ভাঙা ডানা বেয়ে
চেয়ে থাকে বিস্ময় মাখা
বৃষ্টি
রামধনু আকাশের পারে...
No comments:
Post a Comment