দাদা লিখতে লিখতে কথা যখন হারিয়ে যায় তখন ভালবাসা বা প্রেম বুঝি ভোরের শিউলি ফুলের মতই এমন ঝরে পড়ে হৃদয় মাঝে! দখিনা বাতাস হ'য়ে সে প্রেম স্পর্শ করে যায় আঁখি যুগল! ওষ্ঠাধর স্পর্শ ক'রে করে দেয় জীবন মগন! তাপসদা দারুণ হৃদয়ের প্রকাশ!!!!!!! আপনার লেখা কবিতায় মগ্ন হ'য়ে লিখে ফেললাম কবিতার ঢঙে মনের মজার অনুভুতি!! দিলাম এ আমার ভালোলাগার উপহার!!!!!!
এই তুমিটা কে তাপসদা?
শরীরী নাকি সেই অশরীরী!
মনের
মাঝে ঝড় তোলা
হৃদয়
জুড়ে থাকা ছায়াবর্তিনী?
স্বপ্নে আসা
অবয়ব
স্বপ্ন ভেঙ্গে হয়ে যায় শব!
জানা আছে সে সব?
ভিজিয়ে সে সোনা শরীর জলধর,
বয়ে যাবে অবশেষে হয়ে সরোবর?
ভুতের রাজা দিল কি সে বর?
কবিতা/তাপস চৌধুরী
কখনও বা তোমাকে দেখেই-
মনে মনে মেঘ হয়ে যাই,
ইচ্ছে হয়-
এক্ষুনি ঝরে পড়ে
ওই সোনা শরীর ভেজাই!!
কখনও তোমাকে দেখে-
ফুলে বসা প্রজাপতিটির মত
সাময়িক ধ্যানমগ্ন,চুপ হয়ে যাই।
স্বপ্ন ভেঙ্গে হয়ে যায় শব!
জানা আছে সে সব?
ভিজিয়ে সে সোনা শরীর জলধর,
বয়ে যাবে অবশেষে হয়ে সরোবর?
ভুতের রাজা দিল কি সে বর?
মধু খেয়ে ফুলে ফুলে ওড়া প্রজাপতি,
রুপের টানে অমানুষ হ'লে,
জীবন কি হয় ছারখার?
যার টানে এ বিষম বোঝা যাও বয়ে,
রুপের টানে অমানুষ হ'লে,
জীবন কি হয় ছারখার?
যার টানে এ বিষম বোঝা যাও বয়ে,
সে-কি বোঝে হৃদয় যাতনা তার???
কবিতা/তাপস চৌধুরী
কখনও বা তোমাকে দেখেই-
মনে মনে মেঘ হয়ে যাই,
ইচ্ছে হয়-
এক্ষুনি ঝরে পড়ে
ওই সোনা শরীর ভেজাই!!
কখনও তোমাকে দেখে-
ফুলে বসা প্রজাপতিটির মত
সাময়িক ধ্যানমগ্ন,চুপ হয়ে যাই।
কখনও বা তোমাকে
দেখেই-
ভেতরে ভেতরে আমি
খানিকটা অমানুষ হয়ে যাই,
যতটা পুরুষ আমি
তাঁরচে একটু বেশী পুরুষ হয়ে যাই!!
ভেতরে ভেতরে আমি
খানিকটা অমানুষ হয়ে যাই,
যতটা পুরুষ আমি
তাঁরচে একটু বেশী পুরুষ হয়ে যাই!!
No comments:
Post a Comment