এ যুগের শবরী শ্রীময়ি, তুমি নও গো মতঙ্গ শিষ্যা
শবরীর ছায়ায় রাঙিয়েছ কায়া জাগিয়ে প্রবল তৃষা!
বসে আছো তুমি কার তরে সকাল থেকে রাত?
ঘুমহীন চোখে আশা নিয়ে বুকে বাড়াবে কেউ হাত!!
ঘুমিয়ে
যখন পড়বে তুমি গভীর চাঁদনি রাতে
চুপি চুপি এসে বরাভয় হেসে
আমি রাখবো হাত হাতে!কোমল হাতের স্পর্শে আমার হৃদ স্পন্দন জাগে!
শবরী সেজে বসে থাকা আর কি তোমায় সাজে?
সকাল থেকে রাত অবধি শুধুই বসে থাকা,
পথের পানে চেয়ে চেয়ে সময় কাটাও একা!
তোমার তরে নাও ভাসাইলাম, এই এলাম বলে আমি
দুঃখ জ্বালা সব মুছিয়ে দেবো, বলছে জীবন স্বামী।
No comments:
Post a Comment