Powered By Blogger

Monday, November 9, 2015

কবিতাঃ কবিতার গোত্রমালা!!!!!



কবিও মালা গাঁথে!
সে মালা নয় ফুলের মালা,
সে মালা শব্দের মালা!
কবি সত্তার প্রকাশ
শব্দ য়ে ধরা দেয়!
ধরা দেয়
আরশি রুপী কবিতা মাঝে!
তাকেই কিনা বলি---
কবিতা তো নয়, শব্দ দিয়ে গাঁথা মালা!
সে মালায় বাগিচার সাতরঙা ফুলের মত
শব্দ বাগিচার ফুলের
সৌরভ আছে! আছে রুপের বাহার!
আছে সাতরঙা ঝিকিমিকি!
আর আছে বনফুল!
গন্ধ নেই সে ফুলের, আছে সুঠাম সৌন্দর্য!
আছে বুনো সৌষ্ঠব!
কখনো বা ফুল জংলী আছে,
মাধবীলতায় ঘেরা!
চিরহরিত সে সাজ!
মালার মাঝে কিরণ ছড়ায়
ছড়িয়ে মদির ঝাঁঝ!
বিমোহিত হৃদয়ে পরান বলে,
ওরে উঠে দাঁড়া!
এবার বাঁচার মত বাঁচ!
কখনো বা কাঁটায় ঘেরা
ফুল আছে স্বপ্ন সাজে!
সে ফুলে হুলফোটার জ্বালা আছে।
কিন্তু রুপ তো নয় যেন স্বপ্নপরী!
শব্দমালায় ছড়াছড়ি!
কিন্তু মাঝে মাঝে
রুপ রঙ রস আর গন্ধহীন
কিছু দুর্বোধ দুর্জ্ঞেয় শব্দমালা
রুখুসুখু মুখে জাহির করে
রসকষহীন
উজ্জ্বল উপস্থিতি!
জানান দেয় সরবে সঘোষে,
দ্বিধাহীন আয়েশে!
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি!
ডিম নয় তবু অশ্বডিম্বের মত---
বলপ্রয়োগে উচ্চকন্ঠে জানান দেয়
জটিল শব্দ মালার মাঝে
আপন অস্তিত্বের চিহ্ন!
আর নিজের ঢাক নিজে পেটানোর মত
শব্দ মালার গায়
উচ্চমার্গের বর্ণশ্রেষ্ট!
তকমা সেঁটে দিয়ে হায়
দেয় শিল্প কর্মের বিবৃতি!
দুর্বোধ্য শব্দ ফুলে তৈরী মালা,
মালা তো নয়, যেন
জটিল ঘিঞ্জি এক শব্দ জালের
নির্মম যন্ত্রণাদায়ক এক প্রেতমুর্তি!
হায়! কবিতার গোত্রমালা!!!!!
-মালাও গাঁথে কবি!?
প্রকাশ বিশ্বাস

No comments:

Post a Comment