Powered By Blogger

Thursday, February 9, 2023

কবিতাঃ কে সে?

জানলাম অনেক, দেখলাম অনেক,
বুঝলাম অনেক, কিন্তু করলাম না!
সময় হারিয়ে গেলো,
কথার স্রোতে ভাসিয়ে নিলো,
তাই অন্ধকার ঘুচলো না!!
তাই হে দয়াল!
করজোড়ে করি বিনতি তোমারে
চলন ধরিতে দিয়ো গো আমারে
দিও না, দিও না আর ভুলায়ে;
জনম জনম সুখ দুঃখ দিয়ে
তোমারে বক্ষে ধরিব জড়ায়ে।
অতল ভূতল অজ্ঞতার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর.....
তব চলনের ফুলে গেঁথে নেবো হার
দিয়ো না আমারে ফিরায়ে।।.
কি যে লিখি, কি যে বলি,
ভাবি কি আর কি যে করি
কিছুই বুঝি না!
মনের ঘরে ঢুকে
নিয়ে গেল সব লুটে
কে সে? তা জানি না!
(লেখা ৯ইফেব্রুয়ারী'২০১৮-১৯)

No comments:

Post a Comment