Powered By Blogger

Friday, February 24, 2023

কবিতাঃ দিব্যি বিন্দাস আমি আছি।

কে বলবে কোনটা ঠিক?
যে যেমন পারছে তেমন বলছে,
ব্যাখ্যা করছে যেমন তেমন
নিজের মত যেমন খুশী!
কে বলবে কোনটা বেঠিক?
যে যেমন পারছে তেমন করছে,
চলছে বলছে পাশ কাটিয়ে এদিকওদিক।
তোমার পাঠা তুমি কাটো
আমার পাঠা আমি
মাথায় কাটি পোঁদে কাটি
কার বাপের কি?
আমি স্বাধীন আমার সত্তা নিয়ে বাঁচি।
সবাই বলছে আমি দ্রষ্টাপুরুষ
কার চেয়ে কম আছি?
গীতা বাইবেল হাদিস কোরান
বেদ উপনিষদ যত পুরাণ
আমার মত আমি তাদের ব্যাখা ক'রে বাঁচি।
চৈতন্য চরিত, ত্রিপিটক, কথামৃত আরও সব
আছে গ্রন্থ যত তোমার আমার মাঝে
সব জেনেছি সব বুঝেছি
মরি না আমি আর লাজে।
বুক ফুলিয়ে ব্যাখ্যা করি মাথা উঁচিয়ে চলি
আমিই তিনি, আমিই উনি
আমার মাঝে প্রকট তিনি
ঘরের ভিতর ঘরের বাইরে
দেশ ছাড়িয়ে বিদেশ জুড়ে
একথা গলা ফাটিয়ে শিরা ফুলিয়ে বলি।
কে মানল আর না মানলো,
কে বুকে টানলো আর কে লাথি মারলো
তার ধার ধারি না আমি;
জনগন আমার চার অক্ষর
আর আমি শালা নিরক্ষর
ধর্ম বলো রাজনীতি বলো
দীক্ষা বলো আর শিক্ষা বলো
সব ঘটেতেই কাঠালি কলা, সবেতেই আমি আছি
আমি স্বাধীন আমার সত্ত্বা নিয়ে বাঁচি।
আমি খাই, আমি পড়ি, আমি নাচি, আমি বাঁচি
পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে দিব্যি আমি আছি।
শালা বিন্দাস আমি আছি।


(লেখা ২৪শে ফেব্রুয়ারি'২০২২)

No comments:

Post a Comment