Powered By Blogger

Sunday, January 8, 2023

উপলব্ধিঃ ৩

মানুষ এত ভুল করে কেন? এত ভুল জানে কেন? কেন ভুলের ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে ভুলের ঘানি টেনে মরে মানুষ? কেন ঘরে ঘরে মানুষ ভুলের চৌবাচ্চায় জন্ম নিচ্ছে, বড় হচ্ছে আবার ভুলের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে মৃত্যুর কোলে ঢ'লে পড়ছে? মানুষকে বারবার আসতে হয় এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভুলের ঘানি টেনে মরার জন্য। কেন? আর কতবার আসতে হবে? নাকি এটাই ভবিতব্য? তাহ'লে যতদিন সৃষ্টিতত্ত্ব থাকবে ততদিন এই অনাসৃষ্টিও থাকবে? এটাকে মেনে নিতে হবে? এর থেকে মুক্তির নেই কোনও উপায়? একেই কি বলে ভূতের বেগার খাটা!? তাহ'লে কি আসলে মানুষ আমরাই ভুত!? মানুষই ভুত? জ্যান্ত ভুত? ভুত ব'লে অন্য কিছু নেই? ভুত আছে কি নেই যাক সে কথা। কিন্তু জন্মজন্মান্তর ভুলের ভুত যে মাথায় চেপে ব'সে বেগার খাটিয়ে নেবার জন্য পাগলা দাশুর মত দৌড় করিয়ে মারছে তার জন্য দায়ী কে? কে দায়ী? আমি? আমার পিতামাতা? আমার পারিবারিক ও সামাজিক পরিবেশ? নাকি সমাজ সংস্কারক জ্ঞানী, ধ্যানী, বিজ্ঞানী, গোঁসাই, গোবিন্দের দলবল? তাহ'লে ভুলের ভূতের সর্দার কে? কিভাবে তাকে নাবাবো ঘাড় থেকে?
(লেখা ৯ই জানুয়ারী'২০১৮)

No comments:

Post a Comment