তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে তুমি কামুক নও, নও তুমি ক্রোধী।
সৎসঙ্গী লোভী নয়, মোহ করে না নষ্ট তার বোধি!
অহংকার তার চরিত্রকে করে না অলংকৃত
করে না পরশ্রীকাতরতা সৎসঙ্গীকে অহরহ বিব্রত।
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে তুমি জানো বাক-ই ব্রহ্ম।
অস্তি-বৃদ্ধির পথে নিয়ে যায় না অস্তিত্বকে
যে বাক তা নেহাতই জেনো জঘন্য, মৃত্যু তুল্য!
আর ভাষা যদি হয় খাসা দূর করে মনের হতাশা;
থাকে যদি ভাষায় প্রাণ প্রাণে জাগে আশা-ভরসা!
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে মিষ্টি তোমার কথা, মিষ্টি নিশ্চয়ই চাউনি
চলন তোমার মিষ্টি নিশ্চয়ই তুমি প্রভুর কথা ভোলনি!
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে তুমি নও অকৃতজ্ঞ, নও অবিশ্বাসী।
রক্তে নেই তোমার বেইমানি আর নেমকহারামী!
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে শ্রদ্ধা তোমার নয়নতারা, ভালোবাসা
তার জ্যোতি! সম্মান-ভক্তি-আস্থা হয় জীবনসাথী!
তুমি কি সৎসঙ্গী?
যদি হও তবে অন্তর মাঝে তোমার ভক্তির প্রদীপ জ্বলে
আলো হ'য়ে পড়ে ঝ'রে তার অনন্ত শক্তি! অফুরন্ত শক্তি!!
ভক্তিই শক্তি! শক্তিই ভক্তি!!
শক্তির আর এক নাম সৎসঙ্গী!!!!
( ৭ই জানুয়ারী ২০১৯ )
No comments:
Post a Comment