Powered By Blogger

Saturday, January 8, 2022

উপলব্ধিঃ কত কথা যে মনে আসে!

বহু মহাত্মার জন্মদিনে আমার শুভেচ্ছা জানাই দীর্ঘায়ু কামনা করি। সঙ্গে অন্তরের অন্তস্থল থেকে সরল মনে কামনা করি যাওয়ার আগে তাঁরা যেন দয়ালের চরণে স্থান পান।

কিন্তু মনে প্রশ্ন জাগে সমাজের জন্য, মানুষের জন্য এত কিছু করেও সেই সমস্ত মহাত্মারা জীবন্ত ঈশ্বরের সন্ধান পান না! তাঁকে জীবনে গ্রহণ করতে পারেন না! কেন!? এইসমস্ত মহাত্মরা বা মহামানবেরা বেঁচে থাকতে থাকতেই সৃষ্টিকর্তা ঈশ্বর জগত সংসারে মানুষের রূপ 'রে মানুষ মায়ের গর্ভে বারবার আসেন এবং বহুবার আসা সত্ত্বেও মহাত্মাদের বা মহামানবদের কাছে তিনি ধরা দিলেন না বা দেন না! কেন!? নাকি সহজ সরলভাবে তিনি থাকেন 'লে তাঁর গুরুত্ব বা উপস্থিতি মহামানবেরা বুঝতে বা ধরতে পারেন না!? নাকি মহাত্মা বা মহামানবেরা তাঁর সন্ধান পেতে চাননি বা তাঁর জীবন্ত রূপকে বিশ্বাস করেননি!? সূক্ষ্মাতিসূক্ষ্ম অহং কি মহামানবদের পরমাত্মার সাথে মিলিত 'তে বাধা সৃষ্টি হওয়ার প্রধান কারণ? কথাগুলি মনে এলো তাই লিখলাম। প্রবি।

No comments:

Post a Comment