Powered By Blogger

Saturday, January 8, 2022

মাভৈ! ডর কিস বাত কি!? দয়াল হ্যাঁয় না! আচারিয় হ্যাঁয় না!!

করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন নিয়ে শুরু 'য়ে গেছে আবার ভয়ের বিউগল বাজানো। বিউগল বাজাচ্ছে সরকার, বাজাচ্ছে ডাক্তার স্বাস্থ্যকর্মী, সংবাদ মাধ্যম, বিউগল বাজাচ্ছে আম জনতা। চতুর্দিকে শুধু গেল গেল শেষ 'য়ে গেল রব। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই সত্যি, সত্যি, সত্যি তিন সত্যি যে ভয়ংকর এক সর্বনাশের পথের দিকে মানুষ তথা পৃথিবী চুপিচুপি এগিয়ে চলেছে ফল্গুধারার মতো মানব সভ্যতাকে ধ্বংস করবে 'লে। মাঝমাঝেই সর্বনাশ তার শরীর প্রদর্শন করবে 'লে সামনে এসে উলঙ্গ 'য়ে দাঁড়াচ্ছে। আর তাকে আরও উলংগ 'রে সামনে পিছনে, উপরে নীচে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে সব স্তরের সব বিজ্ঞ মানুষের দল। ভয় দেখাও কিন্তু ভয়ের হাত থেকে নিস্তার পাওয়ার উপায় দেখাবার কোনও পদক্ষেপ নেই, নেই কোনও প্রোগ্রাম। শাসনের দন্ড তুলে নাও হাতে কিন্তু নিজেদের প্রয়োজনের বেলায় সেই দন্ড লুকিয়ে ফেল, শিথিল করো শাসন। উশৃঙ্খলতা না-মানা, না-শোনা আমাদের মজ্জাগত, মজ্জাগত ''আমাদের ইচ্ছেটা আমাদেরই, ইচ্ছের ডানা মেলে উড়বোই'' দর্শন! তা সে ডানা কেটে জটায়ুর মতো পড়ে থাকি পথেঘাটে, নালা-নর্দমায় যেখানেই ' তবুও আমরা উড়বো, উড়বো অটল অটুট 'য়ে!

আর, কেউ নেই সামনে পিছনে বাঁচার পথ দেখাবার। সমাজের সবক্ষেত্রের সব সমাজপতিরা আজ অসহায়। যদি তাঁরা কিছু করতে চায়, বিগত দিনগুলোর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অজ্ঞতা সম্ভূত ভুল, ভুল, ভুল হাজার হাজার ভুল তাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে 'রে রাখে। চেষ্টা নেই, ইচ্ছে নেই সেই ভুলগুলিকে স্বীকার করার শুধরে নেবার। খুব ভয়ংকর, ভয়াবহ দিন অপেক্ষা করছে আগামীদিনগুলিতে আমাদের জন্যে।

যাক, বহুদিন থেকে সমাজের ছবিটা প্রকৃত বোঝার চেষ্টা করছি। চেষ্টা করছি পরম দয়ালের চোখ দিয়ে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ওমিক্রণ! ওমিক্রণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, আরও ব্যপকভাবে পড়তে চলেছে মানব সভ্যতার ওপর। কখন যে রোগের ভয়াবহতা রাতারাতি বাড়ে আর কখন যে কমে যায় তা ভাবতে গিয়ে মাথা গুলিয়ে যায়, ভেবে আকুল 'য়ে অসুস্থ 'য়ে পড়ি। আর ঠিক সেইসময় যখন আমার দয়াল প্রভুর দীক্ষিত গুরুভাইয়েরা এই করোনা সংক্রান্ত বিষয়ে যখন তাদের পোষ্টে সাবধানতা অবলম্বনের নামে ব্যপক প্রচারের মাধ্যমে আরও ভয়ের পরিবেশ গড়ে তোলে, তুলতে সাহায্য করে তখন ভাবি, তাহ'লে কার কাছে গেলে শুনবো, 'মাভৈ! ডর কিস বাত কি!? দয়াল হ্যাঁয় না! আচারিয় হ্যাঁয় না!'

সমস্ত গুরুভাইবোনদের উদ্দেশ্যে শুধু বলতে পারি, আপনারা একবার পূজ্যপাদ শ্রীদাদার শ্রাদ্ধানুষ্ঠানের সান্ধ্য সৎসঙ্গ শেষে পরমপূজ্যপাদ বর্তমান শ্রীশ্রীআচার্দেবের বলা কথাগুলি আসুন শুনি, বারবার শুনি।

আচার্যদেব বললেন, "সত্তা সচ্ছিদানন্দময়! তিনি বলেছেন (ঠাকুর)

আর এই আনন্দ নিয়েই আমাদের থাকতে হবে। আর তাঁকে নিয়েই আনন্দে ভরপুর 'য়ে থাকতে হবে। তাই যে যেখানেই থাকেন সেখানে গিয়ে নিজের মতো 'রে প্রোটেকশানে থাকেন যেরকমভাবে থাকা যায় সমাজের মধ্যে। সবাইকে সচকিত করবেন কেননা করোনার তৃতীয় ওয়েভ বেকায়দায় নাও ফেলতে পারে তাও সাবধানে থাকা দরকার।"

তাই, আসুন আচার্যদেবের কথা শুনি, বারবার শুনি আর তাঁর বলা কথা অনুসরণ 'রে নিজেদের আনন্দে রাখি ভয়মুক্ত থাকি। কেননা তিনি বাকসিদ্ধ পুরুষ! তাঁর কথা প্রতিমুহুর্তে স্মরণ 'রে গয়ে উঠি,

নাই নাই ভয়, হবেই হবে জয়। দূর হবে ঘোর অন্ধকার।

দূর হবে রোগ ভয়, দূর হবে মৃত্যুভয় সহায় দয়াল আমার!

--------প্রবি।

No comments:

Post a Comment