বন্ধু!
বৃথা কেন ভাবো, ভবে অনাথ হ’ল সময়!
থাকে
যদি সাথে প্রাণনাথ তবে কিসের আমার ভয়?
সময়ের
আরেক নাম যদি হয় বহতা নদী
জীবন
তরী চলে ভেসে সেথায়, ভেসে চলে বিন্দাস
খেয়াতে
যদি থাকে মাঝি তোমার প্রেমময় নবী!
নবীময়
তোর ভাসান তরী যায় যদি বন্ধু ডুবে
বিশ্বাস,
নির্ভরতা, আত্মত্যাগ এ তিন শব্দের
জেনো
বন্ধু নিশ্চিত সলিল সমাধি হবে।
প্রাণনাথে
ধরি ভবসাগর দাও পাড়ি,
পার
হও তমসাচ্ছন্ন ঘোর আঁধার
নাথ
হ’য়ে সময় দেবে অভয়
কেটে
যাবে জীবনের যত ভয় অসার!!!!!!
No comments:
Post a Comment