বন্ধ হ’ক যত কটু মুখের বিষ বর্ষণ;
বন্ধ হ’ক ‘না’-এর ধারাপাত,
বন্ধ হ’ক যত অশ্রদ্ধার ভুমি কর্ষণ।
বন্ধ হ’ক যত ব্যক্তি স্বার্থে
বিভাজনের ইতর দৃষ্টি;
বন্ধ হ’ক গরিবির নামে
উদারতার ভঙ্গী নিয়ে
নেবে আসা দয়ার অম্ল বৃষ্টি।
কেন এই অনাসৃষ্টি?
কেন এই কৃষ্টি?
কারণ শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি!
বন্ধ হ’ক ‘না’-এর ধারাপাত,
বন্ধ হ’ক যত অশ্রদ্ধার ভুমি কর্ষণ।
বন্ধ হ’ক যত ব্যক্তি স্বার্থে
বিভাজনের ইতর দৃষ্টি;
বন্ধ হ’ক গরিবির নামে
উদারতার ভঙ্গী নিয়ে
নেবে আসা দয়ার অম্ল বৃষ্টি।
কেন এই অনাসৃষ্টি?
কেন এই কৃষ্টি?
কারণ শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি!
No comments:
Post a Comment