Powered By Blogger

Thursday, January 30, 2014

এই কি জীবন???




এই কি জীবন???

কুড়িতে বুড়োবুড়ি!!! ছাব্বিসে বনবাসী!!!!!সাতাশে হা-হুতাশ!!!!!তিরিশ বিষ!!!!!! পঞ্চাশ শেষ শ্বাস!!!!!
এই কি জীবন???
জীবনে চলার পথে নানা ঘটনায় মনটা নাড়া খেয়ে যায়। ঘটনার টানাপোড়েনে আমরা derail হ’য়ে পড়ি। আর তার খেসারত দিতে দিতে স্বল্প সময়ের জন্য আসা এই জীবনটা শেষ হ’য়ে যায়। না বলা কথা, না বলা ব্যথা বুকের মাঝেই থেকে যায়। সেই derailed হ’য়ে যাওয়া মনটাকে railed করার চেষ্টায় বা তাগিদে এবং জীবনের অভিজ্ঞতা গুলি share করার জন্য এসো একটু গল্প করি। মনটা ভালো হয়ে যাবে।
মনটা পিং পং বল!!!!!!!! কোথাও নির্দিষ্ট ভাবে থাকে না। এটা সাধনার ব্যাপার!! আমরা সত্যিই কেউ জানি না বা জানার চেষ্টাও করিনা কেন আমাদের মাঝে মাঝে ভালো লাগে না! কাছের মানুষরা কেউ চিরদিন কাছে থাকে না। আবার আজ যে কাছের মানুষ সময়ের চাবুকে সে দুরের মানুষ হয়ে যায়। যে কাছের মানুষ সে বা আমি যেমন জানি না আজ কেন সে কাছের মানুষ ঠিক তেমনি জানি না কেন সে আজ দুরের মানুষ!!! সবটাই Superficial thought-র মত Superficial relation!!! আমাদের জীবন ও জীবনের চারপাশটা সত্যিই এলোমেলো আর এলোমেলো বলেই তার প্রতিফলন মনের গভীরে প্রতিফলিত হয়! আর সেই প্রতিফলনের তীব্রতা এতটাই গভীর ছাপ ফেলে যায় নিজের অজান্তে যে আমরা সেই রঙ্গে রাঙ্গিয়ে যায় আর Identity Crisis-এর শিকার হয়ে পড়ি! তাই ফেসবুক ছেড়ে যারা চলে যাবার কথা বলে বা চলে যায় তারা কোথায় চলে যাবে! একবারই তো আসা আর একবারই তো যাওয়া! আর এর মাঝে তো শুধু কলুর বলদের মত সংসার ঘানির চারিদিকে ঘোরা আর ঘোরা! তাই না! কাউকে কি ছেড়ে যাওয়া যায়? ছেড়ে যতই যেতে চায়, সে যে ততই আদুরে নরম হাতে আঁকড়ে ধরে, ধরতে চায়! বড় মায়া জাগে! পিছন ফিরে দেখি জুলজুল চোখে সে যে আমায় মায়াবী হাতছানি দেয়! আর তখন বড় আলুনি লাগে!!!!! তুমি কাউকে ছেড়ে যেও না, সে তোমায় সবাই ছেড়ে চলে গেলেও!! তুমি সবার বন্ধু হয়ে থাকো, তা সে সবাই তোমাকে বন্ধু ভাবুক আর না ভাবুক! তুমি কাকে ছেড়ে যাবে!!!! তোমার শরীরের মাঝে যে অন্য তুমি আছো সে তোমায় ছাড়তে চাই না আর তোমার শরীরও তাকে ছাড়তে চাই না যে!!! কি করবে এখন? কখনো ভেবে দেখেছো কি? ঝড় আসবে , তুফান আসবে, আসবে মহাপ্রলয়! তোমাকে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে গাছের মত ঝড়, জল, তুফান, হীমশীতল বাতাস, প্রখর রৌদ্রকিরণ ছটা সহ্য করে! বন্ধু, পারবে না? গাছের দিকে তাকিয়ে দেখো তো! কত কষ্ট সহ্য করে সে! আর তা সহ্য করে আমাদের জন্যই! তাই ছেড়ে যাওয়ার কথা ভুলে যাও। ভুলে যাও কে এল আর না এল, কে কাছে থাকলো আর না থাকলো! শুধু তুমি দূরে চলে যেও না সবার কাছে থেকে। কেউ তোমায় ছেড়ে যাক এটা তুমি যদি না ভালোবাসো, তাহ'লে তুমি ছেড়ে চলে যাবে সবাইকে, এ-কথা কেন ভাবছো!!!! কথাপ্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল The greatest phenomenon of the world Sri Sri Thakur Anukul chandra-এর বহু ব্যবহৃত একটা কথা------"DO UNTO OTHERS AS YOU WISH TO BE DONE BY" -----...যে কথা তিনি বারবার বলতেন তার প্রিয় মানুষদের! যে কথার বাংলা অনুবাদ করে বলতেন, "অপরের প্রতি কর সে আচরণ, নিজে যাহা পেতে তুমি কর আকিঞ্চন।"  তাই বলি থেকে যাও, কিছুদিনের জন্য নয়, সারাজীবনের জন্য সবার মাঝে! পালিয়ে গিয়ে বাঁচা যায় নাকি! আর কার জন্য পালাবে? এই লুকোচুরির খেলা খেলতে খেলতে একদিন হাঁপিয়ে উঠবে আর সেদিন দেখবে জীবনে সব থেকেও কিছু নেই। শুধু ভাবো তুমি কেন এসেছো? কেন এসেছো এই ধরাধামে? কান পেতে শোনো, মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসছে, ভেসে আসছে কি সঙ্গীত! তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহাণ পুরুষ ইষ্টপ্রতিক রুপে বারবার আবির্ভুত হ’য়ে তোমায় বলছে, “I have come to fulfill, not to destroy! Don’t worry about everything around you. That’s my job! Love HIM” কান পেতে শোনো, বলছেঃ তুমি কেন জন্মেছ, মোটাভাবেও কি দেখেছো? থাকাটাকে কি উপভোগ করতে নয়----চাহিদা ও কর্মের ভিতর দিয়ে......পারস্পরিক সহবাসে...... প্রত্যেক রকমে? ঠিক তেমনি বুঝছো না, ভগবান কেন সৃষ্টি করেছেন? উত্তর কি এখন? নিজেকে অনুভব করতে......বিশ্বে প্রত্যেক অনুপাতে, দেওয়ায়, নেওয়ায়, আলিঙ্গনে, গ্রহণে, কর্ম্ম বৈচিত্রে! নয় কি?” তাই যখনই মনে হবে “আমি নেই, আমি নেই, ব্যাথায় ব্যাথায় মন ভরে যায়" তখনই জোর করে গভীর অবসাদের তলদেশ থেকে ভেসে ওঠ, ভেসে উঠে বল "আদি নেই, অন্ত নেই! তুমি আর আমি! প্রশ্ন নেই, উত্তর নেই; শুধু তুমি আর আমি!” আনন্দধারা বহিছে ভুবনে, আমি আছি, আমি আছি, আছি সবার মাঝে! আনন্দে আনন্দে মন ভরে যায়!  


No comments:

Post a Comment