The individual must die, so that the nation may live.
আজ ২৩শে জানুয়ারি। পৃথিবীর ইতিহাসে সর্বকালের
এক করুণ দুঃখময় আনন্দের দিন! আজকের এই দিনে তুমি এসেছিলে মায়ের কোলে খাঁটি আর্য
রক্ত শরীরে নিয়ে আমাদের পরাধীনতার হাত থেকে মুক্তি দেবে বলে। ত্যাগের মধ্যেই ছিল
তোমার ভোগের উপকরণ, ছিল আর্য রক্তের শুদ্ধতার পরিচয়! বহুদিন পর গোটা বিশ্ব দেখেছিল আর্য শোণিত
ধারার অবদমিত প্রবল পরাক্রম! বিশ্বজুড়ে আর্য রক্তধারা বয়ে যাওয়া পবিত্র শুদ্ধ
আত্মাদের এক বলিষ্ট বজ্র নির্ঘোষ কণ্ঠ শুনিয়েছিল, " বল বল বল তোরা সবে
বল? কেমন করে হ'লি হতবল? আর্য তোরা রুদ্রবেগে
আবার দাঁড়া ঝঞ্ঝা রাগে, রক্তে তোদের প্রলয় নাচন, বুকে ঝড়ের ভীষণ কাঁপন! রদ্ররোষে তপন তেজে বল তোরা বল আর্যের জয়!" শুধু
দেবে বলে এসেছিলে আমাদের মত নরাধমদের মাঝে। বিনিময়ে পেলে শুধু বেইমানি, বিশ্বাসঘাতকতা, অপমান, লাঞ্ছনা। যে দেশের
জন্য, দেশের মানুষের জন্য তুমি অর্থ, মান, যশ, সুখ-সমৃদ্ধি, প্রতিষ্ঠা সমস্ত
কিছু অবহেলায় অবলীলায় ছেড়ে স্ব-ইচ্ছায় বেছে নিয়েছিলে কঠিন, দুর্গম, অজানা-অচেনা
অন্ধকারময় বিপদ সঙ্কুল ভবিষতের পথ শুধুমাত্র দেশকে, দেশের মানুষকে
পরাধীনতার লজ্জা, অপমান, অত্যাচার-এর হাত থেকে চিরদিনের মত মুক্তি দেবে বলে বিনিময়ে সেই দেশ, দেশের মানুষ তোমায়
ভুলে গেছে! ভুলে গেছে তোমায় লজ্জা, অপমান, লাঞ্ছনার হাত থেকে
মুক্তি দেবার কথা! আজ ৬৬বছর পরেও আমরা তোমার দেশে ফিরতে না পারার ব্যথা, তোমার চোখের জল মুছে
দিতে পারিনি! কোথায় তুমি নীরবে নিভৃতে হারিয়ে গেলে! একা একা তোমার প্রিয় স্বাধীন দেশের আকাশ, ভুমি, আলো আর স্বাধীন
মানুষের হাসি-কান্না মেশানো মুখ দেখতে না পারার এক আকাশ কষ্ট-ব্যথা-যন্ত্রণা বুকে
নিয়ে কোথায়কাটিয়ে দিলে এতগুলি যন্ত্রণাময় বছর জানি না। জানার জন্য কোন চেষ্টাও
করলো না তোমার প্রিয় দেশের প্রিয় মানুষ!!!! স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনতা
ভোগ করার জন্য আমরা তোমার কাছে ক্ষমাপ্রার্থী। তুমি আমাদের ক্ষমা ক'র। আমরা ভারতবাসী কিছু করতে পারিনি, পারিনি বাঙ্গালী
হিসাবে তোমায় মাথার মণি ক'রে রাখতে। শুধু এ-কথা বলতে পারি, আবার এস ফিরে, কিন্তু এই বাংলায় নয়, অন্য কোনোখানে অন্য
কোনো বেশে!!!!!
No comments:
Post a Comment