নারীর সিঁথির সিঁদুরের ইজ্জৎ ভূলুন্ঠিত হওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নারী শক্তি ভয়ংকর জবাব দিয়ে আবার প্রমাণ করলো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের অধিকারী।
যে অন্যকে ভালোবাসতে পারে না, পারেনি সে কখনও নিজেকে কখনই ভালোবাসতে পারেনা, পারেনি। ঠিক তেমনি যে অন্যকে ভালবাসতে জানে না, শেখেনি সে নিজেকেও ভালোবাসতে জানে না, শেখেনি।
হিন্দু ধর্মে মা দূর্গার অসুর নিধনের কাহানী আছে আমরা তা’ দেখতে পাই। আর সেই মা দূর্গাকে নারীপুরুষ সবাই পূজা করে অর্থাৎ স্বাগত জানায়। অপারেশন সিন্দুর প্রমাণ করলো নারী মাত্রেই মা দূর্গা! সেখানে হিন্দু-মুসলমান ইত্যাদি কোনও ভেদ নেই।
No comments:
Post a Comment