Powered By Blogger

Sunday, January 7, 2024

কবিতাঃ দয়াল বিনা আমি মণিহারা ফণী।

কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো?
তোমরা সবাই ঘরে-বাইরে এমন করছো
যেন সবাই প্রতিযোগিতায় নেমেছো;
কে কা'কে টপকে ডিঙ্গিয়ে ভালোটুকু
নিজের ঝোলায় ভরবে নিংড়ে নিয়ে
ব'লে হামলে পড়ছো এ-ওর ওপর
পায়ে দ'লে ভাঙবে ব'লে কোমর;
এ ব্যাপারে তোমরা কিন্তু বেশ পটু।
কি নেবে? কি আর নিতে চাও আমার?
ধনদৌলত, টাকাপয়সা, বাড়িগাড়ি?
মান, যশ আর জাগতিক যা কিছু সব
নিয়ে নাও যা নিতে চাও তাড়াতাড়ি।
প্রিয়জন যারা ছিলে আমার চারিপাশে
চলে গেলে তারা ছেড়ে দিয়ে আমারে
একেলা ক'রে মিথ্যে অপবাদের অজুহাতে,
ক্ষমতা দখলের লোভে রিপু তাড়িত মনে
অলীক মায়ার ফাঁদে পড়ে সবকিছু হাতাতে;
জড়িয়ে নিয়েছিলাম যাদের বুকেতে আবেশে।
শরীর-মন নিতে চাও যদি কেড়ে,
তা'ও নিতে পারো বন্ধু,
তোমার ওপর নির্ভর ক'রে ছিলাম ব'লে।
কিন্তু দিন শেষে অবশেষে শুনছো আকাশে বাতাসে
ব্যর্থতার দীর্ঘশ্বাস, অন্তরের হতাশার করুণ ক্রন্দন ধ্বনি;
জীবন হারিয়ে, ঘর হারিয়ে ঘুরে ঘুরে মরো তুমি পথে পথে
সব হারিয়েও আমার হারায়নি কিছুই নই আমি মণিহারা ফণী।
জাগতিক যা কিছু ছিল মোর তোমরা নিয়েছো কেড়ে
কিন্তু পারোনি নিতে কেড়ে বন্ধু, আমার দয়াল প্রভুরে।
দয়াল আমার ধ্যান, দয়াল আমার জ্ঞান, দয়াল চিন্তামণি
দয়াল বিনা আমি যেন মণিহারা ফণী।
সব নিয়েছো কেড়ে পারোনি নিতে কেড়ে জীবন
তবু জীবন খুঁজে পেতে বেছে নিইনি আমি মরণ।
দয়াল ছেড়ে আলায়-বালায় নিয়েছো খুঁজে জীবন
অলীক মায়ার মোহন বাঁশির ফাঁদে পড়ে পেয়েছো
অবশেষে যন্ত্রণাময় মরণ। তাই বলি,
আলোময়, মধুময়, রসময় জীবন যদি খুঁজে পেতে চাও
দয়াল প্রভু আছেন ব'সে যেথায় জীবন খুঁজে পাবে সেথায়
ত্বরা করি সেথা ছুটে চলে যাও।

No comments:

Post a Comment