Powered By Blogger

Monday, January 8, 2024

খোলা চিঠীঃ বাংলাদেশের সাহিত্যিক বন্ধুকে খোলা চিঠি।(৩)

বন্ধু!
আগের চিঠিতে বিখ্যাত ও প্রতিষ্ঠিত ৫জন মূর্খের বিবরণ দিয়েছিলাম যারা অসাধারণ পন্ডিত বিদগ্ধ সুচতুর হ'য়েও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বুজরুকি ধরতে বার্থ হয়েছিলেন এবং মূর্খের মতন শ্রীশ্রীঠাকুরের চরণাশ্রিত হ'য়ে সারা জীবন কাটিয়েছিলেন। এবার আরও কয়েকজন বিশ্বের সেরা দেশী ও বিদেশী মূর্খের বিবরণ তুলে ধরছি আপনার জন্য যারা অসাধারণ বিদ্যাবুদ্ধির অধিকারী হ'য়েও ঠাকুরের বুঝরুকি ধরতে পারেননি ও আপনার মতো সব 'বোগাস বো, দাদা সব বোগাস বো, নো ঈশ্বর, ভগবান, নো অনুকূলের বুজরুকি'' ব'লে অনুকূলকে উড়িয়ে দিতে পারেননি। অনুকূলের শয়তানী ফাঁদে বাঁধা পড়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা আর আপনি জাল কেটে ধূর্ত শেয়ালের মতো পালিয়ে বেঁচেছেন।

যাই হ'ক আগের চিঠিতে ১ থেকে ৫ পর্যন্ত বিখ্যাত মূর্খ মানুষদের বিবরণ দিয়েছিলাম আর এখন ৬ থেকে ১৩ পর্যন্ত সেরা মূর্খদের তালিকা দিলাম যারা ঠাকুরের পদপ্রান্তে ব'সে জীবন চর্চা করেছিলেন।
৬) বিজ্ঞানী শ্যামাচরণ মুখোপাধ্যায় (কেমিষ্ট্রি এম, এসসি-তে ফাষ্ট ক্লাশ থার্ড) কেন ঠাকুর একজন ধর্মজগতের লোক হ'য়েও তাঁর অকল্পনীয় অভূতপূর্ব অসাধারণ বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিতে দীক্ষা নিলেন? তিনি বিজ্ঞানী হ'য়েও বুজরুক ঠাকুরের বুজরুকী ধরতে পারলেন না? আর আপনি ধরতে পেরে গেলেন?

৭) ব্রিটিশ ভারতের ইনকাম ট্যাক্স কমিশনার খলিলুর রহমান একজন মুসলিম হ'য়ে কেন ঠাকুরকে তাঁর আরাধ্য দেবতা রসুলের নূতন রূপ হিসেবে মেনে নিয়ে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন? তিনি গোঁড়া ধর্মপ্রাণ একজন পন্ডিত বিদগ্ধ মুসলিম হ'য়েও হিন্দু ঠাকুরের বুজরুকি ধরতে পারলেন না আর আপনি একজন হিন্দু হ'য়ে হিন্দু প্রফেটের বুজরুকি ধ'রে ফেললেন!? অসাধারণ আপনার মেধা!!!!! আপনি নমস্য! প্রাতঃস্মরণীয়!!
৮) নিজের তৎকালীন হিসেবে চার কোটি ডলার সম্পত্তির মালিকানা ত্যাগ ক'রে আর আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চাকরি ছেড়ে কেন দার্শনিক এডমন্ড যোশেপ স্পেনসার ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকেই তাঁর প্রভু যীশুখ্রীষ্ট মনে ক'রে সারাজীবন ঠাকুরের চরণপ্রান্তে জীবন উৎসর্গ করেছিলেন এবং আমৃত্যু ভারতেই থেকে গেছিলেন? আর আপনিই এতবড় দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যিক যে আপনি ঘোরতর সংসারী হ'য়ে বুজরুক অনুকূলের বুজরুকি অনায়াস দক্ষতায় গভীর পান্ডিত্যে ধ'রে ফেললেন? স্যালুট আপনার প্রতিভাকে, আপনার অন্তর্দৃষ্টিকে।

৯) আমেরিকার বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা 'হার্পার অ্যান্ড ব্রাদার্স থেকে প্রকাশিত 'ওসান ইন এ টি কাপ' গ্রন্থের লেখক আমেরিকান সাহেব রে আর্চার হাউজারম্যান ১৯৪৫ সালের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান সৈন্যদের মেডিকেল সাহায্য করার জন্য ভারতে এসেছিলেন। দীর্ঘদিন দেশের বাইরে ও ঘরের বাইরে থেকেও, বাড়ির প্রতি আকুল টান থাকা সত্ত্বেও, ক্লান্ত বিধ্বস্ত হ'য়েও বাড়ি ফিরে না গিয়ে কেন, কিসের টানে তিনি পাবনার অখ্যাত গ্রাম হিমাইতপুরে গিয়ে শ্রীশ্রীঠাকুর দর্শন এবং শ্রীশ্রীঠাকুরকেই তাঁর ইষ্টদেবতা প্রভু যীশুর নোতুন রূপ হিসেবে মেনে নিয়ে জীবনে গ্রহণ করেছিলেন? তাঁর দীক্ষা গ্রহণ ক'রে ঠাকুরের শেষদিন (১৯৬৯ সাল পর্যন্ত) পর্যন্ত ঠাকুরের সঙ্গে থেকে গিয়েছিলেন? সারাজীবন ঠাকুরের সঙ্গ ক'রেও তিনি শ্রীশ্রীঠাকুরের বুজরুকি ধরতে পারলেন না? শ্রীশ্রীঠাকুরকে বুজরুক বলা বাংলাদেশের সাহি্ত্যিক লেখক আপনি একটা বই লিখুন যেটা আমেরিকার বিখ্যাত হার্পার এন্ড ব্রাদার্স প্রকাশনা থেকে প্রকাশিত হবে।

১০) কেন কিসের টানে সুদূর আমেরিকা থেকে অভিনেত্রী মিস মিকি ছুটে এসে শ্রীশ্রীঠাকুরের দীক্ষা নিয়ে তাঁর মন্ত্রশিষ্য হলেন? এবং তাঁর গলার মহামূল্য সোনার হার তিনি ঠাকুরকে দীক্ষা প্রণামী হিসেবে দিলে ঠাকুর তাঁকে শ্রীশ্রীবড়মাকে সেই হার উপহার দিতে বললেন এবং মিস মিকি শ্রীশ্রীবড়মাকে সেই বহুমূল্য সোনার হার উপহার দিলে বড়মা সেই হার মিস মিকির গলায় পড়িয়ে দিয়ে বললেন, 'এটা আমার হার। তোমার গলায় থাকলো। কাউকে দিও না।' এই দেখে বিস্ময়ে স্তব্ধবাক হ'য়ে গেলেন মিস মিকি আর চোখের জলে ভাসতে লাগলেন। কি ছিল সেই বিস্ময়কর বুজরুকি যা মিস মিকি ধরতে পারলেন না যা আপনি আপনার ২০বছর বয়সেই ধরতে পেরেছিলেন?

১১) আমেরিকার বিশ্ববিখ্যাত হার্পার অ্যান্ড ব্রাদার্স পাব্লিশিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ইউজিন এক্সম্যান সাহেব কেন ও কিসের টানে কি জন্য সুদূর আমেরিকার নিউইয়র্ক শহর থেকে ছুটে এসেছিলেন ঠাকুর দর্শনে? এবং ঠাকুরের সঙ্গে কয়েকদিন দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলার পর সাহেব কেন স্বতঃপ্রণোদিত হ'য়ে দীক্ষা প্রার্থনা করলেন এবং দীক্ষা গ্রহণ করলেন?
হে বাংলাদেশের স্বনামধন্য হিন্দু বাঙ্গালী স্বাধীনচেতা অহংকারী লেখক সাহত্যিক বলতে পারেন, যে বুজরুকি আপনি ধরতে পারলেন কেন আমেরিকার বিখ্যাত প্রকাশনা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইউজিন এক্সম্যান সাহেব শ্রীশ্রীঠাকুরের বুজরুকি ধরতে পারলেন না? এতটাই শক্তিমান আপনি?

১২) ভারত সরকারের অনুরোধে জেনিভা থেকে আগত কয়লা ও বিভিন্ন খনিতে কর্মরত শ্রমিকদের বিশেষ রোগ নিয়ে গবেষণারত গবেষক চেকোশ্লোভাকিয়ার ডাক্তার (এম ডি) এবং ইউনাইটেড নেশানস্ অর্গানাইজেশন (UNO) -এর সদস্য ক্যারেল পড্লিসাক বেশ কিছুদিন আশ্রমে কাটিয়ে আশ্রমে ঘুরে সবকিছু দেখে আশ্রমিক সেইসময়ের পরম ভক্তদের সঙ্গ ক'রে আলোচনা ক'রে ঠাকুরের সঙ্গে দীর্ঘ নানান বিষয়ে আলোচনা ক'রে শেষে মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে ঠাকুরের কাছে কেন দীক্ষা প্রার্থনা করলেন এবং দীক্ষা নিলেন?

আর আপনি কেন ক্যারেল সাহেবের মতো ঠাকুরের সঙ্গে আপনার সাহিত্য প্রতিভা নিয়ে আলোচনা ক'রে আপনার মনের সংশয়, অবিশ্বাস, সন্দেহ দুর করার চেষ্টা করলেন না? দুর থেকে দেখেই চিল কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে বেকুবের মতো চিলের পিছনে ছুট দেবার মতো ঠাকুরকে 'বোগাস, বুজরুক, নো ভগবান, নো ঈশ্বর' ব'লে ছুটে পালালেন?

১৩) আমেরিকান সাহেব প্রফেসর রবার্ট (বব) কামিং দীর্ঘদিন ঘর বাড়ি ছেড়ে কেন, কিসের টানে দেওঘরে ঠাকুরের আশ্রমে পড়ে রইলেন এবং ঠাকুরের সৎনামে দীক্ষা নিলেন? কেন এই বব কামিং দেশে ফিরে না গিয়ে ঠাকুরের প্রায় তিনহাজার ইংরেজী বাণী সম্বলিত গ্রন্থ 'The message' বইগুলির সম্পাদনার কাজ নিজের হাতে করেছিলেন অনুলেখক শ্রদ্ধেয় শ্রীমণিলাল চক্রবর্তীদার সঙ্গে যুক্ত থেকে? তিনি ঠাকুরের বুজরুকি ধরতে ব্যর্থ হ'লেন?

আর আপনি নামকরা লেখক সাহিত্যিক একজন ভারতীয় হ'য়েও, একজন বাঙালি হ'য়েও শ্রীশ্রীঠাকু্রের গ্রন্থ সম্পাদনার কাজ তো দূরের কথা ঠাকুরের সব বুজরুকি, বোগাস ব্যাপার বলতে দ্বিধা করলেন না। দ্বিধা করলেন না ঠাকুরকে 'বুজরুক ঠাকুর' বলতে। এতটাই ছিল যৌবন ও প্রৌঢ়ত্বের গাঢ় অহংকার?

আজ এই পর্যন্ত। আগের চিঠি (২)-র ৫টা প্রশ্ন আর এই চিঠির ৮টা প্রশ্ন আপনার জন্য রইলো। আপনি ভালো পাঠকের মতো প্রশ্নগুলি পড়বেন আশা করি কারণ আপনি যেহেতু নিজেই একজন লেখক সাহিত্যিক। তাই আশা করি পড়ার অভ্যাস ও ধৈর্য্য আপনার নিশ্চয়ই আছে। পরবর্তী চিঠিতে আরও কিছু বিশ্ববিখ্যাত মূর্খের সন্ধান দেবো আপনাকে যারা শ্রীশ্রীঠাকুরকে হনুমানের বাচ্চার মতো দু'হাত দিয়ে জড়িয়ে রেখেছিলো বুকে আমৃত্যু। নমস্কার।
ইতি,
প্রকাশ বিশ্বাস
পশ্চিমবঙ্গ, ভারত।
ক্রমশঃ
( লেখা ৯ই জানুয়ারি' ২৩)

No comments:

Post a Comment