Powered By Blogger

Tuesday, August 8, 2023

বিচারের ভার।

যে সমস্ত গুরুভাই নিজের নাম লুকিয়ে মুখোশের আড়ালে প্রথমে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় পরে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার পর আমাকে আক্রমণ শানানোর জন্য, আমাকে, আমার পরিবারকে এবং শ্রীশ্রী বাবাইদাদার আশীর্বাদপুতঃ ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্রের সঙ্গে যুক্ত আমার সঙ্গী সাথী গুরুভাইবোনেদের অপমান, লাঞ্ছনা করার জন্য ফেসবুককে ব্যবহার ক'রে নোংরা গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করে যাতে ভদ্রকালীর বুকে উদ্দাম বেগে এগিয়ে চলা ঠাকুরের কাজে বাধা সৃষ্টি হয়, তাঁর কাজ বন্ধ হ'য়ে যায় এবং সেই সমস্ত ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্ত করে যারা সহজ সরল সাধারণ সৎসঙ্গী, ফেসবুকে শুধু লাইক আর জয়গুরু জানিয়ে ক্ষান্ত থাকে এবং যারা পোষ্টের বিষয়বস্তু না পড়ে, না বুঝেই লাইক দেয়, যারা তাদের নোংরা উদ্দেশ্য সম্পর্কে অবহিত নয়, যাদের ইনবক্সে গিয়ে আমার পোষ্ট সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে ভুল বুঝিয়ে অনুরোধ করে আমার পোষ্টের বিরুদ্ধে কমেন্ট করার জন্য এবং অনেকে সেই ফাঁদে পা দেয় সেই সমস্ত নামের আড়ালে মুখোশধারী ফেসবুক ব্যবহারকারীদের বিচারের ভার ঠাকুরের উপরেই ছেড়ে দিলাম। জয়গুরু।
(লেখা ৯ই আগষ্ট'২০১৭)

No comments:

Post a Comment