বিধিকে ক'রে অস্বীকার!
বিধির বিধান নির্মম জেনো,
মানো আর না মানো; জানাই ধিক্কার।
বন্ধু কেউ নয়।
বন্ধু সে কোন জন!
স্বার্থে ঘা লাগলে পরে
ফুঁসে ওঠে যার মন?
মেঘের আড়ালে যেমন মেঘদূত,
স্বার্থ ফুরোলেই কিন্তু বলবে,
বাই বাই!!
সেই বন্ধু হ'য়ে বন্ধুক
বিধির বিধান নির্মম জেনো,
মানো আর না মানো; জানাই ধিক্কার।
স্বার্থের পৃথিবীতে
বন্ধুক যদি বা হয়বন্ধু কেউ নয়।
আদর্শহীন যে জীবন সে বন্ধু কেমন?
তেল ফুরোলেই বাতি নিভে যায় যেমন।বন্ধু সে কোন জন!
স্বার্থে ঘা লাগলে পরে
ফুঁসে ওঠে যার মন?
বন্ধু আবার আছে নাকি কেউ
এই স্বার্থের দুনিয়ায়!মেঘের আড়ালে যেমন মেঘদূত,
মুখোশের আড়ালে তেমন মুখ
দেখতে পাবে মনের আয়নায়।
দেখতে পাবে মনের আয়নায়।
বন্ধু বোলে তো বন্ধু,
ভাই বোলে তো ভাই;স্বার্থ ফুরোলেই কিন্তু বলবে,
বাই বাই!!
মাল্লু ছাড়া হয় নাকি কেউ বন্ধু!
দিতে পারলে ভালো না পারলেই বন্ধুক!!
বন্ধুর সাথে মিলিয়ে গলা কত বলেছি জিন্দাবাদ।
স্বার্থের লেজে না লেগেও পা শুনেছি মুর্দাবাদ !!গুরুভাইয়ের চেয়ে ভাই বড় বন্ধু
পৃথিবীতে কে আর আছে?
কপটতার গুলি মারে পাছে!!
গুরুভাই যদি বন্ধু না হ'য়ে হয় বন্ধুক
প্রভু তবে কে হবে বন্ধু এই ভবে! সততার মুখোশের আড়ালে
প্রভু কপটতার বিচার কবে হবে?
প্রভু কপটতার বিচার কবে হবে?
পেরিয়ে মিথ্যে কপট বন্ধুত্বের তাপ উত্তাপ
শুনেছি তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান বন্ধুর ডাক!!
বন্ধু আমার আছে জেনো আছে ফেরেশ্তানে!
এই স্থানেতে আছে বন্ধুক লুকিয়ে আস্তিনে!!অন্তরেতে রেখে ঝাল হ’চ্ছো কেন নাজেহাল?
মিষ্টি মুখের ঐ চাউনি ছাওয়ায়দে না তুলে নামের পাল।
দুঃখ দিলে দুঃখ পাবি, সুখ দিলে সুখ!
সহজ কথা সহজ ভাবে বোঝে না বেকুব!ইষ্ট ধ’রেও তুষ্ট করো হাজার দেব দেবতারে
ঝোলের লাউ অম্বলের কদুকয় জেনো তারে।
No comments:
Post a Comment