Powered By Blogger

Wednesday, July 27, 2022

গানঃ প্রেমময়! প্রেমময়! প্রেমময় কারে কয়?

বন্ধু, কামনা কাহারে বলে? বন্ধু, বাসনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস রজনী 'প্রেমময়, প্রেমময়'--
বন্ধু, প্রেমময় কারে কয়? সে কি কেবলই ছলনাময়?
সে কি কেবলই কথার ঢল? সে কি কেবলই কথার চাষ?
লোকে তবে করে কি সুখেরই তরে এমন কথার চাষ?।

আমার চোখে তো সকলই দয়াল শান্ত স্নিগ্ধ নরম সকাল,
সুমিষ্ট সুবাস মধুময় বাতাস আলোময় রুপময় রসময় বিকাল
সকলই দয়াময় দয়াল মত।

দয়া আকাশের গায় বাতাসে বায় শাখে শাখে হাসে পাতায় পাতায়
নাইরে দুঃখ নাইরে কষ্ট নাইরে জ্বালা যন্ত্রণা ক্ষত।
হাসিতে মুক্তো রাশি রাশি ঝরে নয়নে আলোক ঝর্ণা বায়
বাঁচিতে বাড়িতে পরতে পরতে দয়ালের ছোঁয়া লাগে যে গায়।
আমার মত নসিবি কে আছে আয় ছুটে আয় আমার কাছে
আমার মত নসিবি কে আছে আয় ছুটে আয় দয়ালের কাছে
আমার হৃদয়ে দয়ালের গান দয়ালের সুর দয়ালের তান।
প্রতিদিন যদি জিতিবি কেবল একদিন নয় হারিবি তোরা
একদিন নয় মিলিয়া মিশিয়া দয়ালের গান গাহিবো মোরা।

লেখা ২৭শে জুলাই'২০২১

No comments:

Post a Comment