ঘরে ঘরে সব সম্পর্ক আজ ভেঙ্গে চুড়মার!
দাদুনাতি, পিতামাতা, স্বামীস্ত্রী, পিতাপুত্র, মাতাকন্যা,
ভাইভাই, বোনবোন, ভাইবোন, বন্ধুবন্ধু, প্রতিবেশীপ্রতিবেশী!
ওরে মন পাগল! তুই কেন এমন করিস!? কেন রেষারেষি?
কেন হ'স তুই এই পাপ কাজের হাতিয়ার?
গোঁজামিলে ভরিয়েছো নিজের জীবন
আর এখন মেলাচ্ছো অঙ্ক গোঁজামিলে সন্তানের জীবন?
মন তুমি ধন্য! তুমি অনন্যা!
তুমি বন্য! বাধ ভাঙ্গা বন্যা!
কে তোমায় রুখবে? কে তোমায় জিজ্ঞেস করবে,
মন! কেন সমস্ত সম্পর্ক ভেঙ্গে করো চুরমার?
কেন এত সঙ্ঘাত? কেন দু'দিনের জন্যে আসা জীবন
করছো বরবাদ!? সন্তানের নিষ্পাপ মুখের দিকে চেয়ে
একবারও কি করে না ইচ্ছা বলতে, চলো নিজেকে পাল্টাই,
করি সব পরিত্যাগ জীবন মাঝে যা কিছু আছে ভুল অন্যায়।
নোংরা কালো ঝুলে ভরা জীবন নিয়ে নিজের
যাও ঝাড়তে ঝুল অন্যের জীবনের!?
নিজের জীবনের ভুলে ভরা প্রতি পদক্ষেপ নিয়ে
হাঁটিহাঁটি পা চাও শেখাতে সন্তানের?
ছয় রিপু রসে টইটম্বুর জীবন
নীচতা কুটিলতার কালকূট বিষে ভরা মন
তবে কিসের আশায় কার ভরসায় চাও গড়তে
প্রাণাধিক প্রিয় শিশু সন্তানের ভবিষ্যৎ জীবন?
পারস্পরিক সব পবিত্র সম্পর্ক আজ ভেঙ্গে চুরমার
অহং পাথরের নির্ম্মম কঠিন আঘাতে।
মন! একবার ভেবে দেখো তুমি
তোমার ছায়া ক্রমশ তোমার চেয়ে দীর্ঘ হ'য়ে ফেলছে
তোমায় ঢেকে আর ভয়ে যন্ত্রণায় ক্ষতবিক্ষত মন
অন্ধকার অন্ধকার ব'লে অতর্কিতে ক'রে উঠছো
হিতাহিত জ্ঞানশূন্য চীৎকার নিজের ছায়া নিজে দেখে!
এখনও সময় আছে, মন! ফিরে চলো নিজ নিকেতন!
ছোট্ট দেবশিশুর জন্য খুঁজে নাও বাঁচাবাড়ার অমৃত ধন।
কোথায় সেই নিকেতন? কি সেই অমৃত ধন?
মন! ইষ্টের চরণতল সেই নিকেতন
জীবন খুঁজে পাবে যেথায়।
আর মন! ইষ্টের চলন----- নাও তারে আপন ক'রে
------স্বপারিপার্শ্বিক বাঁচাবাড়ার সেই-ই অমৃত ধন!
(লেখা ২৭শে জুলাই'২০২১
No comments:
Post a Comment