Powered By Blogger

Tuesday, January 24, 2017

কয়েকটি কথাঃ কোনটা ঠিক? কোনটা বেঠিক?

স্বাধীনোত্তর ৭০বছরে দেশে কটা এমন ঘটনা ঘটেছে যাতে আম জনতার স্বার্থে প্রায় সমস্ত বিরোধী দল সরকার বিরোধী সিদ্ধান্তে জোট বেঁধে প্রতিবাদে সংসদ ভবনের দুই কক্ষে, রাষ্ট্রপতি ভবনে খোলা আকশের নীচে সরব হয়েছিল বা হয়েছে? মনে পড়ে কারও? কারও কাছে তথ্য থাকলে দয়া রে জানাবেন। আমার কাছে মাত্র দুটি তথ্য আছে। একঃ ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৫ সালের ২৫শে জুন মধ্য রাত্রে নেওয়া সিদ্ধান্ত জরুরী অবস্থাঘোষণা। যাকে তৎকালীন বিরোধীরা গণতন্ত্র হত্যা গণতন্ত্রকে ধ্বংস করার ভয়ংকর পদক্ষেপ লে ঘোষণা করেছিলেন। দুইঃ ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। যাকে বিরোধীরা আম জনতার উপর নেবে আসা একনায়কতন্ত্রের স্বৈরাচারী অত্যাচার একই সঙ্গে অঘোষিত জরুরী অবস্থা জারী করার সঙ্গে তুলনা করেছেন। সেদিন শ্রীমতি ইন্দিরা গান্ধীকে জরুরী অবস্থা ঘোষণা করার খেসারত দিতে হয়েছিল। আর আজ বিরোধীদের অভিযোগ অনুযায়ী নরেন্দ্র মোদীর কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করার নামে সাধারণ মানুষের বিরুদ্ধে যে অঘোষিত জরুরী অবস্থা ঘোষণা করেছেন তার জন্য কি খেসারত দিতে হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। স্বাধীনোত্তর ভারতবর্ষের সংসদে যে দলই দেশ শাসনের দায়িত্বে থাকুক না কেন ক্ষমতাসীন দল ৭০ বছর রে যেভাবে দেশ চালিয়েছে, যে যে সিদ্ধান্ত নিয়েছে সব সিদ্ধান্তই কি আম জনতার স্বার্থে নেওয়া হয়েছিল? ৭০ বছর রে গৃহীত আর কোনও সিদ্ধান্তই কি আম জনতার স্বার্থ বিরোধী ছিল না? শুধুমাত্র আমার জানা এই দুটি গৃহীত সিদ্ধান্তই ছিল আম জনতার স্বার্থ বিরোধী? সত্যি সত্যিই কি এই দুই সিদ্ধান্ত আম জনতার স্বার্থ বিরোধী আম জনতার স্বার্থকে আঘাত করেছিল বা করেছে? ৭০ বছর রে দেশের নেতৃত্বে যারা ছিলেন তাঁরা সবাই দক্ষতা যোগ্যতার সাথে সততাকে অবলম্বন রে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন? টিভিতে চ্যানেলে চ্যানেলে শুনি ঘটনা সম্পর্কে সর্বঘটে কাঁঠালি কলার মত সর্ববিষয়ে পন্ডিত বিশ্লেষকদের বিশ্লেষণ। শুনি যুক্তি-অযুক্তির তর্ক-বিতর্ক! শুনি আম জনতার ওপর জোর রে চাপিয়ে দেওয়া নানাজনের নানা বিশ্লেষণের রঙিন মোড়কে মোড়া দৃষ্টিভঙ্গি। শুনি মিছিল-মিটিং- জনপ্রতিনিধিদের স্বার্থপূরণের স্লোগান আর ভাষণ। কোনটা ঠিক? কোনটা বেঠিক? লোকতন্ত্রের বোরখার আড়ালে একনায়কতন্ত্র না-কি প্রকৃত এক নায়ক তন্ত্র?

No comments:

Post a Comment