Powered By Blogger

Tuesday, January 24, 2017

ভুল! ভুল! ভুল!


আজ যা মনে হয় ঠিক
কাল হয়ে যায় তা ভুল! ভুল! ভুল!
পরশুআসে চুপিসারে
দিতে পশ্চাতে ভুলের মাসুল।
মাসুলের শূলে দগ্ধ জীবন
দগ্ধ একাল ওকাল পরকাল;
আকাশে বাতাসে পোড়া গন্ধ,
পোড়া, জীবনের সন্ধ্যা সকাল।
জীবন মাঝে ভুলের হলাহল
শূল্য মাংস য়ে ফোটায় হূল;
জীবনের যত ভুল শুধরে নিতে
আছে না-কি কোথাও কোনও স্কুল?
চারিদিকে যত যত্রতত্র
আছে আদর্শ স্কুল বিদ্যালয়;
বেচারাম করে সেথা
শিক্ষা বেচা কেনা
টাকার দাঁড়িপাল্লায় বসিয়ে কিশলয়।
কলেজ বিশ্ববিদ্যালয়ে ভুলের বেসাতি
করে পোঙ্গা পন্ডিতের দল
আদর্শহীন জীবন সেথা
আদর্শের চোঙা ফুঁকে
করে  ভুলের উৎকট কোলাহল।
সেথা তে আসে বেরিয়ে
যমের দালাল কিন্তু নেতা
দেশ দশের উদ্ধারে
হয় সে যজ্ঞের হোতা।
এমনিভাবেই ভুলের বিষে
হয়ে আছে নীল বিশ্ব ভুবন
হে নীলকণ্ঠ! এসো ত্বরা করি
বাঁচাতে বাড়াতে তোমার সৃষ্ট
জনজীবন, করি বিষ গলাধঃকরণ।।



No comments:

Post a Comment