ঘুম আসে না, মন বসে না, প্রাণ যে উচাটন!!
চরণ তলে পরান আমার সদাই করে বাস
ধিকি ধিকি বুকে আগুন জ্বলছে বারোমাস!
বৃত্তি সুখের উল্লাসে প্রাণ তাই পাখনা মেলেছি
রিপুর টানে ঘর ভেঙেছি এখন কাঁদলে হবে কি
আলোর মালা দিচ্ছে দোলা মিটিমিটি চায়
দেখি প্রভুর নয়ন জোড়া ডাকছে যে আমায়!
যাদবপুরে লিখন পড়ন খড়্গপুরে শিক্ষা
যতন ক'রে পড়লি ওরে তাও মেরুদন্ড বাঁকা!
দিল্লিওয়ালা রতন তুমি দেশের সেরা উপহার
দিনে দিনে বাড়ছে দেখো কেমন দেশের বাহার!
ঘরে ঘরে দাও উলুধ্বনি শঙ্খ সবাই বাজা
দয়াল আমার দেয় দরশন আসন তাঁরই সাজা!
হৃদমাঝরে রাখলে তাঁরে হৃদয় খুলি খুলি যায়
ঝিরি ঝিরি প্রেম নদী বুকের মাঝে বায়।
মাতাল আমি তোমার প্রেমে আজ অন্ধ হয়েছি
তোমার রঙে রাঙিয়ে আমায় পাগল করেছি।
নাম মদের নেশা জমেছে খাসা ভাবনা আমার কি?
নেশা বলছে আমায় ভালোবাসায় তোমায় পাগল ক'রে দিই।
(লেখা ১০ই অক্টোবর'২০১৯/ কালো জলে কুচলা তলে গানে সুরে।)
No comments:
Post a Comment