Powered By Blogger

Saturday, April 8, 2023

প্রবন্ধঃ করোনা ও মূল্যবোধ

করোনা মানুষের জীবন কেড়ে নিলেও ফিরিয়ে দিয়েছে অনেক মূল্যবোধ! (১)

১) স্বাস্থ্য ও সদাচার সম্পর্কে সচেতনতা!
২) সাত্ত্বিক আহারের গুরুত্ব!
৩) প্রকৃতির প্রতি দায়িত্ব ও কৃতজ্ঞতা!
৪) পড়শীর প্রতি দায়িত্ববোধ!
৫) শৃঙ্খলাবদ্ধ জীবন!
৬) শরীরে-মনে দয়ামায়ার উত্তরণ!
৭) চিন্তাভাবনার পরিবর্তন!
৮) চলো নিজেকে বদলায়-এর সূচনা!
৯) গার্হস্থ্য জীবনকে উপলব্ধি!
১০) ঈশ্বরে আত্মসমর্পণ!
এছাড়াও আরো ছোটখাটো অনেক কিছু আছে যা আমাদের প্রতিনিয়ত বাধ্য করছে ও করেছে উচ্শৃঙ্খল-বিশৃঙ্খল জীবন থেকে সরে আসার! এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হ'লো মানুষ আজ গৃহবন্দী! সারা পৃথিবী আজ লক ডাউন! প্রয়োজন ছাড়া মানুষ আজ ঘরের মধ্যে থেকে বাইরে বের হচ্ছে না! ব্যতিক্রম অবশ্যই আছে আর তার জন্য আছে প্রশাসনের শাসন। কিন্তু যারা আজ ঘরে বন্দী তাদের অবস্থা কিরকম? আসুন দেখা যাক,
যারা প্রতিদিন পথে পা রাখে উপার্জনের জন্য যেমন স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য, চাকরী, খেলাধুলা ইত্যাদি নানা ফিল্ডে তাদের সামনে হঠাৎ যদি বাইরের জগতের দরজা বন্ধ হ'য়ে যায় যে কোনও কারণে তখন তাদের যে অবস্থা হয় জেলখানার বন্দী জীবনও একপ্রকার তাই! এই ঘরের চার দেয়ালের বন্দী অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহ'লে মানুষের কাছে ধীরেধীরে অনুভূত হয় মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর অবস্থা কি রকম হ'তে পারে। তাই এই কয়েকদিনের লক ডাউনে মানুষের অবস্থা আজ ধীরেধীরে সহ্যের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থার জন্য কে দায়ী বা এই অবস্থায় কি করণীয়!?
ক্রমশঃ
( ৮ই এপ্রিল' ২০২০)

No comments:

Post a Comment