মনের স্বপ্ন মনেই মিলায় মনমাঝারে মরু থরথর!!
হয় বিশ্বাসঘাতকতা!
নয় গোলমাল,কাজে এলোমেলো! কে ফেরাবে হাল!
কে দেখাবে আলো!!
কে নেবে দায়? কে নেবে দায়িত্ব?
কে নেবে দায়? কে নেবে দায়িত্ব?
আমার পরাণও যাহা চায়
তাই পাই কি?আমার জীবনও যাহা পায়
তাই চাই কি?
( লেখা ২২শে নভেম্বর'২০১৭)
দয়ালের যত কাছে যাবে তত বুঝতে পারবে দয়াল প্রেমের, ভালোবাসার মহাসমুদ্র! আর সেই প্রেমের সমুদ্রে যেই ডুব দেবে সর্বাঙ্গ ভিজে চপচপে হ'য়ে যাবে প্রেম রসে। তখন বুঝতে পারবে জীবন কত মিষ্টি, কত সুন্দর!
শ্রীশ্রীঠাকুর হ'লেন
Ocean of love,ভালোবাসার মহাসমুদ্র।
এই সমুদ্রের জলের ছিটেফোঁটাও যদি গায়ে লাগে তাহ'লে মহাপাষন্ডও প্রেমিক হ'য়ে ওঠে, প্রতিটি সংসার মধুময়, আলোময় হ'য়ে ওঠে। আমরা সৎসঙ্গীরা হ'য়ে উঠছি কি? আমাদের সংসার হ'য়ে উঠছে কি?
( লেখা ২২শে নভেম্বর'২০২৪)
তুমি তোমার ঘর (ধর্ম) ছেড়ে অন্যের ঘরে আশ্রয় নেবে কেন?
তুমি তোমার ঘরে যদি কিছু ময়লা থাকে তাকে পরিষ্কার কর,
কর পরিশুদ্ধ।
( লেখা ২২শে নভেম্বর'২০২৪)

No comments:
Post a Comment