Powered By Blogger

Wednesday, November 12, 2025

বিচিত্রা ১৯৯

চোখ দ্যাখে দোষ, মন খোঁজে দোষ, 
মুখ বলে খালি দোষের কথা!বিবেক বলে, 
জীবন মাঝে আমি কোমাছন্ন; আমি মৃত সেথা!!

এমন চোখ, এমন মন, মুখ যেমন তেমন!
দ্যাখে বুড়া, সোচ বুড়া, বাত বদতমিজ এমন
দুর্গন্ধে আকাশ-বাতাস গরম!!

আত্মপ্রতিষ্ঠার অন্ধ মোহে আজ ক্ষতবিক্ষত সবাই; 
সময় থাকতে নিজেকে শুধরে নিই 
দয়ালের চলন চুমি এসো বন্ধু, এসো ভাই।

দয়াল আছে যার জীবনে জীবন আছে
সেই জীবনেরই হৃদয়ে প্রেম আসে
মনের আড়ালে বুকের গভীরে ওই
বিবেক চিরদিনই নীরবে ডেকে যাবে!
( লেখা ১৩ই নভেম্বর'২০১৯)।

একদিন অভাব ছিল টাকার;
টাকার অভাব মিটে গেল কিন্তু
স্বভাব জীবন করলো সাবাড়।

একদিন অভাব ছিল টাকার;
টাকার অভাব মিটে গেল কিন্তু
স্বভাব জীবন করলো সাবাড়।
( লেখা ১৩ই নভেম্বর'২০১৭)।





























No comments:

Post a Comment