ইশ্বর মানে জীবন্ত ইশ্বর! রক্তমাংসসংকুল আমান ইশ্বর! এ ছাড়া ঈশ্বর ব'লে কেউ নেই, কিছু নেই। আমার ইশ্বরঃ প্রভু রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, হজরত মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ সর্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তাঁরা বিভিন্ন ভাবে সেই একই কথা বারেবারে ব'লে গেছেন, "মামেকং শরণং ব্রজ" যার অর্থ, আমাকেই একমাত্র স্মরণ করো।
আমার জন্য আছেন প্রভু,
প্রভুর জন্য কি আমি?একথা কি ভেবেছি কভু
প্রভু আমার জীবন স্বামী!?
( লেখা ১৮ই নভেম্বর'২০১৭)
J.N.U-এর সমর্থনে যাদবপুর কবে পথে নামবে?
বিবেকানন্দের অপমানের বিরুদ্ধে দেশের সেরা শিক্ষা কেন্দ্রের ছাত্র প্রতিক্রিয়া কি?
ছাত্র কবে তোমার ভাঙবে ঘুম?
আন্দোলন নাকি অরাজকতার ধুম?ছাত্র জীবন নষ্ট করার জন্য দায়ী কে?
J. N. U-র গরীব ছাত্রের আর্থিক অবস্থা দেশের আম জনতাকে জানাবে কি আন্দোলনকারীরা?
J.N.U-র গরীব ছাত্রদের Economic profile দেশের আম জনতাকে জানানো হ'ক।
দেশ রত্নদের অপমানের দায় কি কমিউনিষ্টরা নেবে? কমিউনিস্টদের বদনাম করার জন্যই J.N.U-তে বিবেকানন্দের অপমান? কি বলে কমিউনিস্টরা?
ভারতের কমিউনিস্টদের দেশ রত্নদের চেয়ে বিদেশী রত্ন কেন ভালো লাগে!? দেশ রত্নদের গায়ে আধ্যাত্মিকতার গন্ধ আছে তাই?
( লেখা ১৮ই নভেম্বর'২০১৯)
হে আমার প্রিয়!
পৃথিবীতে জীবন্ত ঈশ্বর তোমার দয়াল ঠাকুর ছাড়া আর কাউকে বিশ্বাস ক'রো না আর কারও উপর নির্ভর ক'রো না। ( লেখা ১৮ই নভেম্বর'২০২২)

No comments:
Post a Comment