কারা নিজেদের ঢাক নিজেরা পেটায় এ-থেকে তা বোঝা যায়। কিন্তু রফিকরা তো এর বিপরীত!! তাই যাদের জন্য রফিকের মত মানুষেরা করেন তাদেরই দায়িত্ব, সামাজিক দায়িত্ব থেকে যায় এঁদের কথা সমাজের কাছে তুলে ধরার। এঁরা খুশি বা অখুশি হবেন কিনা সেদিকে তাকিয়ে সামাজিক দায়বদ্ধ মানুষেরা সমাজের বৃহত্তর স্বার্থে সত্য প্রচারে পিছিয়ে আসেন না। এঁদের খুশি করার জন্য সামাজিক দায়বদ্ধ মানুষেরা কোন প্রচারে লিপ্ত হন না। দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকেই এরা এই সমস্ত মহৎ মানুষদের জন্য যা করার করেন। এঁদের জীবনের কথা প্রচার নাহ'লে মানুষ সমাজের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য ভালো কাজ করার উৎসাহ, প্রেরণা পাবে কোথা থেকে? আর বন্ধুরা আমার, আমি তো সমাজের জন্য ভালো কাজ করতে পারিনি কিছু; না’হয় রফিক ভাইয়ের কথা প্রচার ক’রে কিছু না করতে পারার গ্লানিটা একটুখানি পুষিয়ে নিলাম। আজকের অসভ্যতার যুগে কেউ কারও ঢাক পেটানো তো দুরের কথা কারও প্রশংসাজনক কাজকে কবরস্থ করতে বা করাতে তৎপর ষষ্ট রিপু জ্বরে আক্রান্তরা। আর রফিক ভাইয়ের মত মানুষেরা যেমন কাউকে বলেন না নিজের ভালো কাজের প্রচার করতে ঠিক তেমনি কেউ যদি স্বতঃপ্রণোদিত ভাবে তাঁর ভালো কাজের প্রচার করে তা’তে তাঁরা অখুশি বা রুষ্ট হন না, এ আমার গভীর বিশ্বাস। প্রত্যেকেই নিজের ভালো কাজের জন্য প্রশংসা শুনতে ভালোবাসেন। এটা স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ। ব্রিটিশরা দু'শো বছর রাজত্ব ক'রে গেছে এ-দেশটাতে। আমরা গোলামী করেছি দু'শো বছর। তাই তাদের ছেড়ে যাওয়া খারাপটাই আমরা নিয়েছি আর তাহ'ল Divide & rule এবং অন্যান্য আরো অনেক কিছু। কিন্তু ভালোগুলি নিতে পারিনি। কি কি গুণের অধিকারী হ'লে একটা জাত প্রায় গোটা পৃথিবীটাতেই রাজত্ব করেছিল তা আমরা কোনদিন ভেবে দেখিনি। দেশটাকে স্বাধীন করার নেশাতেই আমরা মেতে থেকেছি। ভেবে দেখিনি তাঁরা চলে গেলে কাদের ওপর বহু ভাষা, বহু জাতি, বহু সম্প্রদায়, বহু ধর্ম-এর এতবড় দেশটাকে চালাবার ভার দেবো!
ইংরেজদের অনেক গুণের কথা নাইবা বললাম। অনেক গুণের মধ্যে একটা বড় গুণ ছিল ব্রিটিশদের তা হ’ল অন্যের ভালো কাজের প্রশংসা করা, তারিফ করা, বাহবা দেওয়া, মান্যতা বা স্বীকৃতি দেওয়া। প্রশংসা করা ছিল তাদের রক্তে। আমরা সেটা তাদের থেকে নিতে পারিনি। বুক বাজিয়ে বলতে পারিনি, তুলে ধরতে পারিনি সত্যকে সত্য বলে হীনমন্যতা ও পরশ্রীকাতরতার দরুন। তথাকথিত উদারতার দোহাই দিয়ে, কথার ঝিকিমিকিতে নিষ্ক্রিয় ভালোমানুষ হ'য়ে থাকার মানে রফিক ভাইদের মত মানুষদের প্রকৃত দাদাগিরি মানুষকে জানতে, চিনতে না দেওয়া এবং পরবর্তীকে, পরবর্তী প্রজন্ম-কে তাঁদের মত হতে না দেওয়া। রফিকের মত মানুষেরা যা করেছে বা করছে সেটাই তো প্রকৃত দাদাগিরি, !! তাই না?
ফেসবুক বন্ধুরা আমার, তাই আসুন এবং এসো আমরা সবাই মিলে এই দাদাগিরির কথা তুলে ধরি, পৌঁছে দিই ঘরে ঘরে। সমস্বরে বলি রফিক ভাই দেশ তোমাকে যা' দিয়েছে, দেশের মানুষ তোমায় যা' দিয়েছে, ভগবান বা আল্লা তোমায় যা' দিয়েছেন তুমি ফিরিয়ে দিয়েছ তা' তোমার দেশকে, দেশের মানুষকে। দেখিয়েছ প্রকৃত দাদাগিরি!! তোমায় দেখে প্রেরণা পেয়ে এগিয়ে আসুক অন্য আরও সবাই। তুমি বাংলাদেশের রত্ন!!! দেশ তোমায় “বাংলাদেশ রত্ন” উপাধি দিক না দিক তুমি আমাদের কাছে “বাংলাদেশ রত্ন” !
( লেখা ২২শে নভেম্বর'২০১৩)

No comments:
Post a Comment