Powered By Blogger

Thursday, November 13, 2025

বিচিত্রা ২০০

জিজ্ঞাস্যঃ ১
সৎসঙ্গীদের দীক্ষা কে দেন?
শ্রীশ্রীঠা
কুর স্বয়ং নাকি ঋত্বিক?

জিজ্ঞাস্যঃ ২
সৎসঙ্গের দীক্ষা গ্রহণের সময় যে সংকল্প করেছিলাম,
কার কাছে করেছিলাম? শ্রীশ্রীঠাকুর নাকি ঋত্ত্বিক?

জিজ্ঞাস্যঃ ৩
সৎসঙ্গের দীক্ষা গ্রহণের সময় বলেছিলাম, 
"আপনি আমার প্রতি প্রীত হউন।" 
এই আপনিটা কে?
শ্রীশ্রীঠাকুর নাকি ঋত্বিক?


জিজ্ঞাস্যঃ ৪
সৎসঙ্গের দীক্ষা গ্রহণের সময় ঋত্বিক প্রণামী দিয়েছিলাম।
সেই ঋত্বিক প্রণামী কার? শ্রীশ্রীঠাকুর নাকি ঋত্বিকের?

জিজ্ঞাস্যঃ ৫
শ্রীশ্রীঠাকুরের দীক্ষা নেওয়ার সময় কেন প্রথম ঋত্বিক প্রণামী দিয়েছিলাম?

জিজ্ঞাস্যঃ ৬
শ্রীশ্রীঠাকুরের দীক্ষা নেওয়ার সময় শ্রীশ্রীঠাকুর প্রণামী দেওয়ার আগে ঋত্বিক প্রণামী দিয়েছিলাম কেন?

জিজ্ঞাস্যঃ ৭
শ্রীশ্রীঠাকুরের দীক্ষা নেওয়ার সময় শ্রীশ্রীঠাকুর প্রণামীর পর কেন শ্রীশ্রীআচার্য প্রণামী দিই?

জিজ্ঞাস্যঃ ৮
"সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়"
এটা কার বাণী? এই বাণী কি ঋত্ত্বিকদের ক্ষেত্রে প্রযোজ্য?

জিজ্ঞাস্যঃ ৯
"নিজে সিদ্ধ না হ'য়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানেরও ক্ষয়"--এই বাণী ঋত্ত্বিকদের জন্য প্রযোজ্য?

জিজ্ঞাস্যঃ ১০
ঋত্বিক আর প্রতীক গুরু শ্রীশ্রীআচার্যদেব সমগোত্রীয়?

জিজ্ঞাস্যঃ ১১
ঋত্বিক স্বয়ং শ্রীশ্রীঠাকুর, দীক্ষা দেন তিনি। দীক্ষাদাতা ঋত্বিক তাঁর মাধ্যম, দীক্ষার সময় ঋত্বিক প্রণামী কার?

জিজ্ঞাস্যঃ ১২
শ্রীশ্রীঠাকুর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত থাকেন শ্রীশ্রীআচার্যদেবের মধ্যে। তিনি আর ঋত্ত্বিক সমতুল্য?

জিজ্ঞাস্যঃ ১৩
শ্রীশ্রীঠাকুর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত শরীরে প্রতীক গুরু রূপে শ্রীশ্রীআচার্যদেবের মধ্যে। শ্রীশ্রীআচার্যদেবের আশীর্বাদ আর ঋত্ত্বিকের আশীর্বাদ সমান?

জিজ্ঞাস্যঃ ১৪
শ্রীশ্রীআচার্যদেবের কাছে যে নির্দেশ ও নিদেশ এবং সমস্যার সমাধান পাওয়া যায় তাই ঋত্ত্বিকের কাছে পাওয়া যায়?

জিজ্ঞাস্যঃ ১৫
"এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া"---এই আদেশ সৎসঙ্গীদের কে দেবে? শ্রীশ্রীআচার্যদেব নাকি ঋত্বি

জিজ্ঞাস্যঃ ১৬
শ্রীশ্রীঠাকুর পুরুষোত্তম, শ্রীশ্রীঠাকুর পরমপিতা, শ্রীশ্রীঠাকুর জীবন্ত ঈশ্বর, আবার শ্রীশ্রীঠাকুর ঋত্বিক। বাকীরা যারা দীক্ষা দেন, তাঁরা শ্রীশ্রীঠাকুরের বার্তাবাহক, Messenger of the Lord, SriSriThakur, কেউ রফৃত্ত্বিক নয়, সবাই প্রতিঋত্ত্বিক, সহ প্রতিঋত্ত্বিক; তাহ'লে দীক্ষার সময় প্রদেয় ঋত্বিক প্রণামী কার প্রাপ্য?

জিজ্ঞাস্যঃ ১৭
ঋত্ত্বিককে আমরা ঋত্বিক নামে সম্বোধন করি, কারণ ঠাকুর তাদের ঋত্বিক নামে সম্বোধন করতেন, যদিও তাঁরা প্রতিঋত্ত্বিক বা সহপ্রতিঋত্ত্বিক। প্রকৃতপক্ষে তাঁরা শ্রীশ্রীঠাকুরের বার্তা বাহক মাত্র, Messenger of the Lord, SriSriThakur, তাহ'লে দীক্ষার সময় ঠাকুরের কথামত শ্রীশ্রীঠাকুর যখন স্বয়ং দীক্কা দেন তাহ'লে ঠাকুরই আমার ঋত্বিক, তাই না? সেই অর্থে দীক্ষার সময় ঋত্বিক প্রণামীও ঠাকুরের, তাই তো? ঠাকুরের কথা যদি মেনে চলি তাহ'লে যুক্তি বলে? এর উত্তর নিশ্চয়ই আচার্যকেন্দ্রিক ইষ্টপ্রাণ ঋত্ত্বিকেরা জানেন? দীক্ষার শেষে ঋত্ত্বিক নামে সম্বোধিত ঠাকুরের বার্তাবাহককে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ অর্থ দেওয়া হয়, ঠিক কি? আমার জানা অনুযায়ী বললাম।    



No comments:

Post a Comment