Powered By Blogger

Tuesday, November 18, 2025

প্রসঙ্গঃ মামেকং শরণং ব্রজ।

মামেকং শরণং ব্রজ।
আমাকেই একমাত্র স্মরণ করো।

ইশ্বর ছাড়া কেউ বন্ধু নয়। জীবনে প্রকৃত বন্ধু পেতে গেলে নিজেকে প্রকৃত হ'য়ে উঠতে হয়। ঈশ্বরের স্পর্শ ছাড়া, সান্নিধ্য ছাড়া প্রকৃত হ'য়ে ওঠার দ্বিতীয় কোনও পথ নেই। আর মানুষ যখন প্রকৃত মানুষ হ'য়ে ওঠে না তখন কেউ কারও নয়। না আমি কারও, না কেউ আমার। ইশ্বর মানে জীবন্ত ইশ্বর! রক্তমাংসসংকুল আমান ইশ্বর! এ ছাড়া ঈশ্বর ব'লে কেউ নেই, কিছু নেই।

আমার ইশ্বরঃ প্রভু শ্রীশ্রীরাম, শ্রীশ্রীকৃষ্ণ, শ্রীশ্রীবুদ্ধ, শ্রীশ্রীযীশু, শ্রীশ্রীহজরত মহম্মদ, শ্রীশ্রীমহাপ্রভু, শ্রীশ্রীরামকৃষ্ণ সর্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তাঁরা একজনই বিভিন্ন সময়ে এসে বিভিন্ন ভাবে সেই একই কথা বারেবারে ব'লে গেছেন,
"মামেকং শরণং ব্রজ"
যার অর্থ, আমাকেই একমাত্র স্মরণ করো।

আমার জন্য আছেন প্রভু,
প্রভুর জন্য কি আমি?
একথা কি ভেবেছি কভু
প্রভু আমার জীবন স্বামী!?

হে আমার প্রিয়!
পৃথিবীতে জীবন্ত ঈশ্বর তোমার দয়াল ঠাকুর ছাড়া
আর কাউকে বিশ্বাস ক'রো না
আর কারও উপর নির্ভর ক'রো না।
(লেখা ১৮ই নভেম্বর'২০২৪)
(ছবি ১৮ই নভেম্বর/২০১৭)।


 

No comments:

Post a Comment